পটিয়ায় মেয়ের জন্মদিনের অনুষ্ঠান থেকে আ.লীগ নেতাকে ধরে পুলিশে সোপর্দ

চট্টগ্রামের পটিয়া উপজেলা আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ) যুগ্ম আহ্বায়ক ও কচুয়াই ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ইনজামুল হক জসিমকে (৪৯) তার মেয়ের জন্মদিনের অনুষ্ঠান থেকে ধরে পুলিশে সোপর্দ করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও এনসিপির নেতাকর্মীরা।
গতকাল শনিবার (১২ জুলাই) রাত ১১টার দিকে চট্টগ্রাম বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও এনসিপির নেতাকর্মীরা তাকে নগরের ২ নম্বর গেট এলাকায় সুলতান ডাইন রেস্টুরেন্ট থেকে পাঁচলাইশ থানা পুলিশের সহায়তায় আটক করে। ওই রেস্টুরেন্টে তার মেজ মেয়ে ওয়াফিয়া ইনজামের জন্মদিন পালন করা হচ্ছিল বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
জানা গেছে, পটিয়া উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধঘোষিত) সাবেক আহ্বায়ক ছিলেন এস এম ইনজামুল হক জসিম। গত বছরের ৪ আগস্ট পটিয়ায় বৈষম্যবিরোধী ছাত্র-জনতার মিছিলে গুলি ও হামলার অভিযোগে তার বিরুদ্ধে পটিয়া থানায় বেশ কয়েকটি মামলা দায়ের করা হয়েছে।
আরও পড়ুনপাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোলাইমান বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘ছাত্রদের সহায়তায় পটিয়া থানার তথ্যের ভিত্তিতে ইনজামুল হক জসিমকে দুই নম্বর গেট এলাকা থেকে শনিবার রাতে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে পটিয়া থানায় মামলা আছে। এ কারণে তাকে পটিয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
মন্তব্য করুন