ভিডিও মঙ্গলবার, ০৯ সেপ্টেম্বর ২০২৫

মেয়েকে ধর্ষণের দায়ে বাবার মৃত্যুদণ্ড

মেয়েকে ধর্ষণের দায়ে বাবার মৃত্যুদণ্ড

মানিকগঞ্জে এক শিশুকে ধর্ষণের দায়ে বাবার মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।

আজ রোববার (১৩ জুলাই) দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এম এ হামিদ এই রায় প্রদান করেন। একইসঙ্গে অভিযুক্তকে এক লাখ টাকা অর্থদণ্ড করা হয়েছে।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির নাম আনোয়ার হোসেন (৪৫)। তার বাড়ি যশোর জেলার কোতোয়ালি উপজেলার ডাকাতিয়া গ্রামে। 

তিনি মানিকগঞ্জ পৌর এলাকার পূর্বদাশড়া এলাকায় ভাড়া বাসায় পরিবার নিয়ে থাকতেন। রায় ঘোষণার সময় তিনি আদালতে উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

আদালত সূত্রে জানা যায়, ভুক্তভোগী শিশুটি সম্পর্কে ধর্ষক আনোয়ারের মেয়ে। ২০১৯ সালের ৩১ আগস্ট দিবাগত রাতে ভাড়া বাসায় আসামি শিশুটিকে ধর্ষণ করেন। এ ঘটনায় শিশুটির মা বাদী হয়ে ধর্ষণের অভিযোগে আনোয়ারকে আসামি করে মানিকগঞ্জ সদর থানায় একটি মামলা করেন।

এই মামলাটি তৎকালীন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রকিবুজ্জামান নিজেই তদন্ত করেন। পরে ২০২০ সালের ৯ ফেব্রুয়ারি এই মামলার তদন্তের রিপোর্ট আদালতে প্রেরণ করেন তিনি।

এই মামলায় মোট ১৩ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে বিচারক এই রায় প্রদান করেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাবেক সচিব ভুঁইয়া মোহাম্মদ শফিকুল ইসলাম গ্রেফতার

সুষ্ঠু ভোট হলে ফলাফল যা-ই হোক মেনে নেব : ছাত্রদল সভাপতি

চাঁপাইনবাবগঞ্জে ট্রাকচাপায় শিশু নিহত

পুতিনের লক্ষ্য ইউক্রেনকে দখল ও ধ্বংস করা : জেলেনস্কি

আজ আফগান-হংকং লড়াই দিয়ে মাঠে গড়াচ্ছে এশিয়া কাপ

হামলা জোরদার, গাজায় একদিনে আরও ৫২ জনকে হত্যা