ভিডিও সোমবার, ১৪ জুলাই ২০২৫

ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের রেল যোগাযোগ বন্ধ

ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের রেল যোগাযোগ বন্ধ, ছবি: সংগৃহীত।

মফস্বল ডেস্ক: গাজীপুরের কালিয়াকৈর ও টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার সীমানায় সোনাখালি রেলক্রসিংয়ে একটি ট্রাক আটকা পড়েছে। এর ফলে উত্তরবঙ্গের সঙ্গে ঢাকার ট্রেন চলাচল বন্ধ হয়ে গেছে। সোমবার (১৪ জুলাই) সকাল ৯টার দিকে ট্রাকটি রেলক্রসিংয়ে আটকা পড়ে বলে গণমাধ্যমে জানিয়েছেন জয়দেবপুর রেলওয়ে স্টেশনের মাস্টার আবুল খায়ের চৌধুরী। 

এলাকাবাসী ও রেলওয়ে সূত্রে জানা গেছে, সোমবার সকালে সোনাখালি রেলক্রসিং পার হওয়ার সময় একটি ট্রাক আটকে যায়৷ চালক স্থানীয়দের সহায়তায় চেষ্টা করেও ট্রাকটি সরাতে পারেনি। রেলক্রসিংয়ের সামনে কয়েকটি বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। ওই গর্তেই ট্রাকটি আটকে গেছে৷ এরপর থেকেই ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ হয়েছে।  জয়দেবপুর রেলওয়ে স্টেশনের মাস্টার আবুল খায়ের চৌধুরী বলেছেন, সোনাখালি রেলক্রসিংয়ে একটি ট্রাক আটকে গেছে। এর ফলে ওই পাশ থেকে ট্রেন আসতে পারছে না। ট্রাকটি সরানো হলেই ট্রেন চলাচল স্বাভাবিক হবে।

আরও পড়ুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিরিয়ায় সংঘর্ষে নিহত ৩০

ছয় ম্যাচ পর জয় যা বললেন লিটন

ঢাকা-উত্তরবঙ্গ ট্রেন চলাচল ৩ ঘণ্টা পর স্বাভাবিক

 অপরাধীদের জন্য অনুকম্পার কোনো সুযোগ নেই: ফখরুল

মিটফোর্ড-বাবুবাজারে ডিএমপির অভিযান, গ্রেপ্তার ৪

নিলামে ডলার কিনেছে বাংলাদেশ ব্যাংক