ভিডিও সোমবার, ১৪ জুলাই ২০২৫

প্রতিরক্ষা খাতে বরাদ্দ দ্বিগুণ করার ঘোষণা ফ্রান্সের 

প্রতিরক্ষা খাতে বরাদ্দ দ্বিগুণ করার ঘোষণা ফ্রান্সের, ছবি: সংগৃহীত।

আন্তর্জাতিক ডেস্ক : ফ্রান্সের প্রতিরক্ষা খাতে বরাদ্দ দ্বিগুণের ঘোষণা দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। আগামী ২০২৭ সালের মধ্যে এই লক্ষ্য পূরণের চেষ্টা করা হবে বলে রোববার (১৩ জুলাই) জানিয়েছেন তিনি। 

ফ্রান্স তাদের সামরিক খাতে বরাদ্দ দ্বিগুণের জন্য ২০১৭ থেকে ২০৩০ সাল অবধি ১৩ বছরের দীর্ঘ পরিকল্পনা গ্রহণ করেছিল। তবে তা তিন বছরে এগিয়ে ২০২৭ সালেই সম্পন্ন করতে চাইছেন ম্যাক্রোঁ। ওই পরিকল্পনা অনুযায়ী, ২০১৭ সালে ফ্রান্সের প্রতিরক্ষা বরাদ্দ ছিল ৩৭ বিলিয়ন মার্কিন ডলার, যা আগামী দু বছরে নেওয়া হবে ৬৪ বিলিয়ন ডলারে।

ফরাসি প্রেসিডেন্ট বলেছেন, আমাদের অর্থনৈতিক ও সামরিক স্বাধীনতা অবিচ্ছেদ্য বিষয়। বাড়তি উৎপাদনের মাধ্যমে এই ব্যয় মেটানো হবে। অবশ্য, তিনি এমন এক সময় এই ঘোষণা দিলেন, যখন ফ্রান্স আগামী বছর প্রায় ৪৫ বিলিয়ন ডলার সাশ্রয়ের চেষ্টায় হিমশিম খাচ্ছে। প্রধানমন্ত্রী ফ্রানসোইস বাইরু মঙ্গলবার এই বিষয়ে বিস্তারিত জানাবেন বলে উল্লেখ করেছেন ম্যাক্রোঁ। সেদিন আগামী অর্থবছরের বাজেট নিয়ে জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন ফরাসি প্রধানমন্ত্রী।

আরও পড়ুন

তবে বিশ্লেষকরা বলেছেন, বিদেশি বিনিয়োগকারীদের নিয়ন্ত্রণের রাখতে বাজেট ঘাটতি কমাতে যথেষ্ট বেগ পেতে হচ্ছে ফরাসি প্রধানমন্ত্রীকে। বিভক্ত পার্লামেন্ট তার জন্য এই চ্যালেঞ্জ আরও জটিল করে তুলছে। তাই প্রধানমন্ত্রীর জন্য সামনে যথেষ্ট চ্যালেঞ্জ অপেক্ষা করছে বলে তারা ধারণা করছেন। খবর : রয়টার্স 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিরাজগঞ্জের মৎস্য ভান্ডার খ্যাত বিলগুলোর অস্তিত্ব বিপন্ন

আশা করছি যুক্তরাষ্ট্র যৌক্তিক পর্যায়ে শুল্ক নির্ধারণ করবে : বাণিজ্য উপদেষ্টা

বজ্রপাতের সময় স্মার্টফোন চার্জ দেওয়া কি ঠিক?

দিনাজপুরের চিরিরবন্দরে ডিবি পুলিশের হাতে আওয়ামী লীগ নেত্রী আটক

ডেমরা পুলিশ লাইনস স্কুলের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন ডিএমপি কমিশনার

দীর্ঘ ২৭ বছর পর প্লেব্যাকে আমির খান