ভিডিও সোমবার, ১৪ জুলাই ২০২৫

পুতিনকে নিয়ে অসন্তোষ ট্রাম্প, ইউক্রেনে যাচ্ছে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র

পুতিনকে নিয়ে অসন্তোষ ট্রাম্প, ইউক্রেনে যাচ্ছে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র, ছবি: সংগৃহীত।

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্র ইউক্রেনে প্যাট্রিয়ট এয়ার ডিফেন্স ক্ষেপণাস্ত্র পাঠাবে বলে ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একইসঙ্গে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে নিয়েও অসন্তোষ প্রকাশ করেছেন তিনি। এমনকি পুতিন যা বলেন, তা তিনি নিজে মানেন না বলেও মন্তব্য করেন মার্কিন রিপাবলিকান এই প্রেসিডেন্ট। সোমবার (১৪ জুলাই) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম টিআরটি ওয়ার্ল্ড।

সংবাদমাধ্যমটি বলছে, যুক্তরাষ্ট্র ইউক্রেনে প্যাট্রিয়ট এয়ার ডিফেন্স ক্ষেপণাস্ত্র পাঠাবে বলে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছেন। তবে তিনি জানিয়েছেন, এর ব্যয়ভার ইউরোপীয় ইউনিয়ন বহন করবে। স্থানীয় সময় রোববার মেরিল্যান্ডের জয়েন্ট বেস অ্যান্ড্রুজ-এ সাংবাদিকদের ট্রাম্প বলেন, ‘আমরা এর জন্য কিছুই দিচ্ছি না। ইউরোপীয় ইউনিয়ন এর খরচ দিচ্ছে। আমাদের জন্য এটি ব্যবসা হবে’। তবে তিনি স্পষ্ট করে বলেননি ঠিক কতগুলো প্যাট্রিয়ট সিস্টেম পাঠানো হবে। এসময় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের আচরণ নিয়েও প্রেসিডেন্ট ট্রাম্প বিরক্তি প্রকাশ করেন। তিনি বলেন, ‘পুতিন খুব সুন্দর করে কথা বলেন, কিন্তু রাত নামলেই বোমা ফেলেন-এটা ভালো লাগে না।’ তিনি আরও বলেন, ‘অনেকেই পুতিনকে ভিন্নভাবে চিনত। আমিও ভেবেছিলাম উনি কথা রাখেন, কিন্তু এখন মনে হচ্ছে উনি যা বলেন তা মানেন না।’

ট্রাম্প জানান, তিনি সোমবার ন্যাটো মহাসচিব মার্ক রুটের সঙ্গে বৈঠক করবেন। রুটে দুই দিনের সফরে ওয়াশিংটন ডিসিতে যাচ্ছেন। এই সফরে রুটে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও, প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ এবং কংগ্রেস সদস্যদের সঙ্গেও সাক্ষাৎ করবেন। ট্রাম্প বলেন, রাশিয়ার ওপর সোমবার কোনও নিষেধাজ্ঞা ঘোষণা করা হবে কিনা, তা তখনই জানা যাবে। ট্রাম্প উল্লেখ করেন, ইউরোপ ইতোমধ্যেই রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। তিনি আবারও বলেন, ‘আমি পুতিনের প্রতি খুব হতাশ। ওনার কথা আর কাজে মিল নেই।’

আরও পড়ুন

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রেলগেট নির্মাণ ও গেটম্যানের দাবিতে বগুড়ায় রেলপথ অবরোধ

ইউনিয়ন ব্যাংক গ্রাহকদের সেবায় বদ্ধপরিকর

এসএমই উদ্যোক্তা সৃষ্টিতে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের   মাসব্যাপী প্রশিক্ষণ কর্মসূচীর উদ্বোধন

স্ট্যান্ডার্ড ব্যাংকে ‘এএমএল ও সিএফটি কমপ্লায়েন্স’ শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত

মার্কেন্টাইল ব্যাংকের ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসারদের বুনিয়াদি প্রশিক্ষণ শুরু 

আমাদের লক্ষ্য এখন একটাই—২০২৬ সালের ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন : মির্জা ফখরুল