ভিডিও সোমবার, ১৪ জুলাই ২০২৫

নতুন ন্যু ক্যাম্পে ফিরবে মেসি!

নতুন ন্যু ক্যাম্পে ফিরবে মেসি!, ছবি: সংগৃহীত।

স্পোর্টস ডেস্ক : ২০২৬-২৭ মৌসুমে নতুন রূপে ফিরবে ন্যু ক্যাম্প। আর সেই ঐতিহাসিক মুহূর্তের মঞ্চে লিওনেল মেসিকে ফেরাতে চায় বার্সেলোনা। স্প্যানিশ দৈনিক মুন্দো দেপোর্তিভোর প্রতিবেদনে উঠে এসেছে, বার্সা বোর্ড চাইছে ক্লাবের সবচেয়ে বড় কিংবদন্তিকে কেন্দ্র করেই হবে নতুন স্টেডিয়ামের উদ্বোধনী অনুষ্ঠান।

মেসি বর্তমানে খেলছেন এমএলএস ক্লাব ইন্টার মায়ামিতে। তবে বার্সা তাকে আবারও আনুষ্ঠানিকভাবে বিদায় জানাতে চায় সেই মঞ্চে, যেখান থেকে তিনি ফুটবল বিশ্বকে আপন করে নিয়েছেন। ২০২৬ সালের গ্রীষ্মে নতুন ছাদ স্থাপনের কাজ শেষ হওয়ার কথা, এরপরই হতে পারে সেই বহুল প্রতীক্ষিত অনুষ্ঠান। ২০২১ সালে ক্লাব ছেড়ে যাওয়ার আগ পর্যন্ত বার্সার হয়ে ৭৭৮ ম্যাচে ৬৭২ গোল করেছেন মেসি। জিতেছেন ৩৫টি ট্রফি। তাই ক্লাব কর্তৃপক্ষ মনে করে, ন্যু ক্যাম্প-এর নতুন অধ্যায়ের সূচনা মেসিকে নিয়েই হলে সেটিই হবে সবচেয়ে উপযুক্ত ও আবেগঘন বিদায়। ক্লাবের একজন কর্মকর্তা বলেন, ‘এটি শুধু স্টেডিয়ামের উদ্বোধন নয়, এটি আমাদের ইতিহাস ও আত্মপরিচয়েরও উৎসব। মেসি সেখানে থাকলে সেটি এক অনন্য স্মরণীয় মুহূর্ত হয়ে উঠবে।’

আরও পড়ুন

২০২৩ সালে মায়ামির হয়ে লিগস কাপ জেতার মাধ্যমে ক্লাবটির প্রথম বড় শিরোপাও জিতিয়েছেন মেসি। এখন ৩৮ বছর বয়সী এই ফুটবল কিংবদন্তি তার ক্যারিয়ারের শেষ পর্যায়ে। কিন্তু বার্সা বোর্ড বিশ্বাস করে, ন্যু ক্যাম্প-তে তার ফিরে আসা ক্লাব ও সমর্থকদের জন্য হবে এক আবেগের উপলক্ষ। সবকিছু ঠিকঠাক থাকলে ২০২৬ সালের গ্রীষ্মেই অনুষ্ঠানের দিনক্ষণ ঠিক হবে। যদি কাজ বিলম্বিত হয়, তবে সময় পিছিয়ে যাবে ২০২৭ মৌসুমের মধ্যেই। তবে একটি বিষয় নিশ্চিত—বার্সা চায়, ন্যু ক্যাম্প-এর নতুন স্বপ্নের শুরু হোক পুরোনো ভালবাসা মেসিকে ঘিরেই।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘জুলাই শহীদদের প্রকৃত সম্মান হবে বৈষম্যহীন বাংলাদেশ গড়া’

নাটোর বাইপাসে বাস-কাভার্ড ভ্যান সংঘর্ষে আহত ৮

ধ্বংসের দ্বারপ্রান্তে চারঘাটের ঐতিহ্যবাহী তাঁতশিল্প

যে সন্দেশে লেগে আছে ৬০ বছরের স্বাদ | Dhunat Bogura News | Daily Karatoa

পাবনার ভাঙ্গুড়ায় অর্থাভাবে শিশু সাজ্জাদের জীবন প্রদীপ ধীরে ধীরে নিভে যাচ্ছে

ডেঙ্গুতে দুইজনের মৃত্যু, হাসপাতালে ৩৩০