ভিডিও সোমবার, ১৪ জুলাই ২০২৫

ডেঙ্গুতে দুইজনের মৃত্যু, হাসপাতালে ৩৩০

ডেঙ্গুতে দুইজনের মৃত্যু, হাসপাতালে ৩৩০

ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দুইজনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৩৩০ জন। 

আজ সোমবার (১৪ জুলাই) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৪ ঘণ্টায় মৃত দুইজনই পুরুষ। তাদের একজনের বয়স ৫৪ বছর। আরেকজনের বয়স ৬৫ বছর। একজন ডিএনসিসি ডেডিকেটেড কোভিড-১৯ হাসপাতালে এবং একজন চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, ২৪ ঘণ্টায় আক্রান্তদের মধ্যে বরিশাল বিভাগে ৮৬, চট্টগ্রামে ৫৪, ঢাকা বিভাগে ৪৮, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ২৭, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ৪৪, খুলনায় ২৭, ময়মনসিংহে ৩, রাজশাহীতে ৩৮ ও রংপুরে ৩ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। একই সময়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ৩৮৫ জন। এ নিয়ে চলতি বছর এখন পর্যন্ত ১৩ হাজার ৯৬৯ জন ছাড়পত্র পেয়েছেন। 

আরও পড়ুন

এদিকে চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১৫ হাজার ২১০ জন। একই সময়ে মৃত্যু হয়েছে ৫৮ জনের। এর মধ্যে জানুয়ারিতে ১০, ফেব্রুয়ারিতে ৩, এপ্রিলে ৭, মে মাসে ৩, জুনে ১৯ জন এবং জুলাইয়ে ১৬ জনের মৃত্যু হয়েছে। 

এর আগে, ২০২৪ সালে ডেঙ্গু আক্রান্ত হয়েছিলেন ১ লাখ ১ হাজার ২১৪ জন। এর মধ্যে মারা গেছেন ৫৭৫ জন। বাকিরা সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইউনিয়ন ব্যাংক গ্রাহকদের সেবায় বদ্ধপরিকর

এসএমই উদ্যোক্তা সৃষ্টিতে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের   মাসব্যাপী প্রশিক্ষণ কর্মসূচীর উদ্বোধন

স্ট্যান্ডার্ড ব্যাংকে ‘এএমএল ও সিএফটি কমপ্লায়েন্স’ শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত

মার্কেন্টাইল ব্যাংকের ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসারদের বুনিয়াদি প্রশিক্ষণ শুরু 

আমাদের লক্ষ্য এখন একটাই—২০২৬ সালের ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন : মির্জা ফখরুল

সিরাজগঞ্জে শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার