বিটিভির অনুষ্ঠান নিয়ে বিতর্ক, কারণ দর্শানোর নোটিশ

বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) প্রচারিত একটি অনুষ্ঠানে সরকারবিরোধী বক্তব্য উপস্থাপনের অভিযোগে অনুষ্ঠান নির্বাহী বেগম মাহবুবা ফেরদৌসকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়।
২৭ জুন রাত ৯টায় প্রচারিত হয় বিটিভির নিয়মিত অনুষ্ঠান ‘জনতার সামনে’। ওই পর্বে এমন কিছু বিষয়বস্তু উপস্থাপন করা হয়, যা সরকারি কার্যক্রমের পরিপন্থী বলে অভিযোগ উঠেছে। এতে সরকার ও সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে বলে মনে করছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়।
নোটিশে বলা হয়েছে, অনুষ্ঠানটির অনুমোদন ছিল অনুষ্ঠান নির্বাহী হিসেবে মাহবুবা ফেরদৌসের। তাঁর দায়িত্বে অবহেলার কারণেই এ ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি হয়েছে। কেন তাঁর বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে না, তা ৩ কর্মদিবসের মধ্যে লিখিতভাবে ব্যাখ্যা দিতে বলা হয়েছে তাঁকে।
আরও পড়ুন
এ ঘটনাকে ঘিরে রাষ্ট্রীয় গণমাধ্যমে দায়বদ্ধতা ও অনুষ্ঠান পরিকল্পনার পেশাদারিত্ব নিয়েও প্রশ্ন উঠেছে। সংশ্লিষ্ট অনেকেই মনে করছেন, এমন ঘটনায় বিটিভির কনটেন্ট যাচাই ও সম্পাদকীয় নীতির স্বচ্ছতা আরও জোরদার করা প্রয়োজন।
মন্তব্য করুন