ভিডিও রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫

গোয়ালঘরে মশা তাড়ানোর আগুনে পুড়লো ৩টি গরু ও ৪টি ছাগল

গোয়ালঘরে মশা তাড়ানোর আগুনে পুড়লো ৩টি গরু ও ৪টি ছাগল। প্রতীকী ছবি

লালপুর (নাটোর) প্রতিনিধি : নাটোরের লালপুরে গোয়ালঘরে অগ্নিকান্ডে এক কৃষকের ৩টি গরু ও ৪টি ছাগল মারা গেছে। গতকাল রোববার দিবাগত রাত ৩টায় উপজেলার দুয়ারিয়া ইউনিয়নের টিটিয়া গ্রামে কৃষক আব্দুল হাইয়ের বাড়িতে এ ঘটনা ঘটে। এতে ৪ লক্ষাধিক টাকা ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্ত কৃষক। 
স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল রোববার রাতে কৃষক আব্দুল হাই তার গোয়ালঘরে মশা তাড়ানোর জন্য ঘুটের আগুন দিয়ে ঘুমিয়ে যায়। রাত ৩টায় হঠাৎ গোয়ালঘরে আগুন জ্বলতে দেখে চিৎকার করেন তিনি। মুহূর্তেই আগুন পুরো গোয়ালঘরে ছড়িয়ে পড়ে।

এসময় স্থানীয়রা ছুটে এসে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন ও ফায়ার সার্ভিসে খবর দেন। পরে ঈশ্বরদী ফায়ার সার্ভিসের প্রায় ৪৫ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। ততক্ষণে গোয়াল ঘরে থাকা কৃষকের ৩টি গরু ও ৪টি ছাগল পুড়ে মারা যায়।

ক্ষতিগ্রস্ত কৃষক আব্দুল হাই বলেন, সংসার পরিচালনার একমাত্র সম্বল ছিল গরুগুলো। আগুনে তার সব স্বপ্ন পুড়ে সর্বস্বান্ত হয়ে গেছেন তিনি। আগুনে প্রায় ৪ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে তার। স্থানীয় দুয়ারিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. নুরুল ইসলাম লাভলু ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আব্দুল হাই একজন দরিদ্র কৃষক।

আরও পড়ুন

কৃষিকাজ ছাড়াও গবাদি পশু পালন করে সংসার চলে তার। অগ্নিকান্ডের ঘটনার পর ঘটনাস্থল পরিদর্শন করে উপজেলা নির্বাহী অফিসারকে বিষয়টি জানিয়েছেন তিনি। এছাড়াও তাকে সাধ্যমত সহযোগিতা করা হবে। ঈশ্বরদী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ওয়্যারহাউজ ইন্সপেক্টর মীর আমিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহায়তায় প্রায় ৪৫ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়।

গোয়ালঘরে মশা তাড়ানোর জন্য দেওয়া আগুন থেকে এর সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। লালপুর উপজেলা নির্বাহী অফিসার মো. মেহেদী হাসান বলেন, স্থানীয় জনপ্রতিনিধির মাধ্যমে বিষয়টি তিনি জেনেছেন। ক্ষতিগ্রস্ত পরিবারকে এক বান্ডিল টিন, নগদ ৬ হাজার টাকা ও শুকনো খাবার দেওয়া হচ্ছে বলেও জানান তিনি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জবিস্থ জামালপুর জেলা ছাত্রকল্যাণ পরিষদের ক্রীড়া উৎসব অনুষ্ঠিত

সরকারি কর্মচারীদের প্রশিক্ষণ ভাতা নিয়ে সুখবর

রাবিতে প্রোভিসি-রেজিস্ট্রার-প্রক্টর অবরুদ্ধ, জরুরি বৈঠকে ভিসি

প্রধান উপদেষ্টা নিউইয়র্ক যাচ্ছেন আগামীকাল

বাংলাদেশকে ১৬৯ রানের বিশাল লক্ষ্য দিলো শ্রীলঙ্কা

কেউ যেন বিএনপির নাম ব্যবহার করে ব্যক্তিস্বার্থ হাসিল করতে না পারে: তারেক রহমান