ভিডিও বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫

বগুড়ায় বিশ্ব জনসংখ্যা দিবস পালন

বগুড়ায় বিশ্ব জনসংখ্যা দিবস পালন। ছবি : শফিকুল ইসলাম শফিক

স্টাফ রিপোর্টার : বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষ্যে আজ সোমবার (১৪ জুলাই) বগুড়া জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। পরিবার পরিকল্পনা বগুড়ার উপ-পরিচালক প্রসেনজিৎ প্রণয় মিশ্রর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক হোসনা আফরোজা।

বিশেষ অতিথি ছিলেন বগুড়ার সিভিল সার্জন ডা. একেএম মোফাখখারুল ইসলাম। আমন্ত্রিত অতিথি ছিলেন জেলা শিক্ষা অফিসার মো. রমজান আলী, সদর উপজেলা নির্বাহী অফিসার মো. আব্দুল ওয়াজেদ, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক এখলাস হোসেন সরকার, সিনিয়র তথ্য অফিসার মো. মাহফুজার রহমান।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পরিবার পরিকল্পনা বিভাগের সহকারী পরিচালক মোস্তাফিজুর রহমান, আরপিটিআই’র অধ্যক্ষ ডা. মোদাব্বেরুল ইসলাম প্রমুখ। পুরস্কারপ্রাপ্তদের মধ্যে থেকে বক্তব্য রাখেন টিএমএসএস’র পরিচালক মুসা আল মানসুর, সাবগ্রাম ইউটি চেয়ারম্যান মো. ফরিদ উদ্দিন  ও পরিবার কল্যাণ সহকারী জোহুরা খাতুন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সহকারী পরিচালক (সিসি) ও ডিস্ট্রিক কনসালটেন্ট, এফপিসিএস-কিউআইটি ডা. শামসুজ্জামান।

আরও পড়ুন

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বগুড়া সদর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. ইমরান নাজীর।  আলোচনা সভা শেষে প্রধান অতিথি ১০ ক্যাটাগরিতে জেলার শ্রেষ্ঠ চারজন কর্মী এবং ছয়টি প্রতিষ্ঠানকে ক্রেস্ট ও সনদপত্র প্রদান করেন। জেলার শ্রেষ্ঠ কর্মীরা হলেন-শাজাহানপুর উপজেলার খরনা ইউনিয়নের পরিবার কল্যাণ সহকারী জোহুরা খাতুন, শেরপুরের সীমাবাড়ী ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের পরিবার কল্যাণ পরিদর্শিকা মারুফা খাতুন, শাজাহানপুরের মাদলা ইউনিয়নের পরিবার পরিকল্পনা পরিদর্শক আরিফুর রহমান, কাহালুর মুরইল ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার মাহবুবুল হক এবং ছয়টি প্রতিষ্ঠান হলো-সদর উপজেলার রাজাপুর ইউয়িন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র ও সাবগ্রাম ইউনিয়ন পরিষদ, বগুড়া সদর উপজেলা পরিষদ, বগুড়া মা ও শিশু কল্যাণ কেন্দ্র, বগুড়া সদর উপজেলার বাংলাদেশ পরিবার পরিকল্পনা সমিতি (এফপিএবি) এবং টিএমএসএস।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজশাহী সার্কিট হাউসের আরও ভবন নির্মাণ করতে ৫২টি গাছ কাটা হচ্ছে

লালমনিরহাটের সীমান্তে ঘাস কাটতে যাওয়া যুবককে ধরে নিয়ে গেছে বিএসএফ

সিরাজগঞ্জে কৃষককে পিটিয়ে হত্যা মামলায় ৪ জনের যাবজ্জীবন

৪ দফা দাবিতে বগুড়া পলিটেকনিক‘র শিক্ষার্থীদের বেতগাড়িতে ব্লকেড

উত্তরা ইপিজেডের শ্রমিক গ্রেফতার নিয়ে উত্তেজনা, ডিসি-এসপি অফিস ঘেরাও

চাঁপাইনবাবগঞ্জে র‌্যাবের হাতে পলাতক ওয়ারেন্টভূক্ত আসামি গ্রেফতার