ভিডিও মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫

ঐকমত্য কমিশন ব্যর্থ হলে সবাই ব্যর্থ : ড. আলী রীয়াজ

ঐকমত্য কমিশন ব্যর্থ হলে সবাই ব্যর্থ : ড. আলী রীয়াজ

জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক ড. আলী রীয়াজ বলেছেন, কমিশন ব্যর্থ হলে সবাই ব্যর্থ, এর দায় সবার ওপর পড়বে। তাই ব্যর্থতার কোনও সুযোগ নেই। সবার সহযোগিতায় আমাদের সফল হতেই হবে। এই সাফল্যের মাপকাঠি হচ্ছে একটা কাঠামোগত সংস্কারে আমরা কতটুকু একমত হতে পারছি তার ওপর।

আজ মঙ্গলবার (১৫ জুলাই) বেলা সোয়া ১১টায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমির দোয়েল হলে রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের দ্বিতীয় দফা সংলাপের ১৪তম দিনের সূচনা বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রাথমিক পর্যায়ের আলোচনায় কিছু বিষয়ে একমত হওয়া গেছে। দ্বিতীয় পর্যায়ের আলোচনায়ও কিছু বিষয়ে ঐকমত্য হয়েছে। এখনও যেসব বিষয়ে মতভিন্নতা রয়েছে, তা নিয়ে দ্রুত সিদ্ধান্ত নিতে হবে। এ ক্ষেত্রে রাজনৈতিক দলগুলোর প্রতি তাদের দায়-দায়িত্ব অনুভব করা উচিত।

আরও পড়ুন

ড. আলী রীয়াজ বলেন, কমিশন কোনও আলাদা সত্ত্বা নয়। এটি রাজনৈতিক দলগুলোর প্রচেষ্টার অংশীদার। তাই, আমরা যদি ব্যর্থ হই, এই ব্যর্থতা কমিশনের একার নয়, আমাদের সবার। কাজেই ব্যর্থতার কোনও সুযোগ নেই। সবার সহযোগিতায় আমাদের সফল হতে হবে।’

আলোচনায় বিএনপি, জামায়াত, এলডিপি ও এনসিপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা অংশগ্রহণ করেছেন। কমিশনের সদস্য হিসেবে উপস্থিত রয়েছেন-বিচারপতি মো. এমদাদুল হক, ড. ইফতেখারুজ্জামান, ড. বদিউল আলম মজুমদার, সফর রাজ হোসেন, ড. মো. আইয়ুব মিয়া এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ার ধুনটে নজরুলের সন্দেশে লেগে আছে ৬০ বছরের স্বাদ

খুলনায় সাবেক যুবদল নেতা হত্যায় চরমপন্থীদের সঙ্গে ‘বহিরাগতদের’ যুক্ত থাকার ইঙ্গিত

পঞ্চগড়ের দেবীগঞ্জে জাটকা ইলিশ বিক্রি ব্যবসায়ীকে জরিমানা

গাজীপুরে বিআরটিএ অফিসে দুদকের অভিযান

চাঁপাইনবাবঞ্জের নাচোলে ভটভটি উল্টে চালক নিহত

প্রকাশ্যে বদলির চিঠি ছিঁড়ে ফেলায় এনবিআরের আরও ৬ কর্মকর্তা সাময়িক বরখাস্ত