ভিডিও বুধবার, ১৬ জুলাই ২০২৫

মাদারীপুরে বাস-ট্রাকের ত্রিমুখী সংঘর্ষ

মাদারীপুরে বাস-ট্রাকের ত্রিমুখী সংঘর্ষ

মাদারীপুরে দুটি যাত্রীবাহী বাস ও মালবাহী মিনি ট্রাকের ত্রিমুখী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছে অন্তত পাঁচজন।

 আজ মঙ্গলবার (১৫ জুলাই) দুপুরে ঢাকা-বরিশাল মহাসড়কের জেলার রাজৈর উপজেলার কামালদি নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

হাসপাতাল সূত্রে জানা গেছে, আহতদের মধ্যে গুরুতর অবস্থায় দুইজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। তারা হলেন—রাজৈর উপজেলার পশ্চিম রাজৈর গ্রামের নান্নু শেখের ছেলে শাকিব (২১) ও একই গ্রামের আমির হামজা (১৭)।

আরও পড়ুন

স্থানীয় সূত্রে জানা যায়, একটি মিনি ট্রাক নিয়ে বরিশালের দিকে যাচ্ছিলেন চালক শাকিব ও হেলপার আমির হামজা। পথিমধ্যে কামালদি নামক স্থানে আসলে অপরদিক থেকে আসা ঢাকাগামী খান পরিবহনের একটি বেপরোয়া যাত্রীবাহী বাস ওই ট্রাকের পেছনে সজোরে ধাক্কা দেয়। এ সময় ট্রাকটি সড়কের পাশে খাদে পড়ে যায় এবং পেছনে থাকা হানিফ পরিবহনের আরেকটি বাসের সঙ্গে ওই ট্রাকের ধাক্কা লাগে। এ ঘটনায় অন্তত পাঁচজন আহত হন। আহতদের মধ্যে গুরুতর অবস্থায় ট্রাকচালক শাকিব ও তার হেলপার আমির হামজাকে উদ্ধার করে প্রথমে রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখান থেকে ফরিদপুর ও পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।

এ ব্যাপারে মাদারীপুরের মোস্তফাপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, বাস ও পিকাপের (মিনি ট্রাক) সংঘর্ষের ঘটনায় দুইজনকে গুরুতর অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। গাড়িগুলো জব্দ করা হয়েছে। পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিরাজগঞ্জের শাহজাদপুরে দৃষ্টি প্রতিবন্ধী যমজ বোন এসএসসিতে জিপিএ-৫ পেয়েছে

বগুড়ার সান্তাহারের যুবক নওগাঁ থেকে নিখোঁজ

জেলা প্রশাসকের আর্থিক সহায়তা পেলেন দুই শিক্ষার্থী

বগুড়ার ধুনটে যুবলীগ নেতা চাঁন গ্রেফতার

পাবনার সুজানগরে নৌকার কদর বাড়ছে

কুড়িগ্রামের রৌমারীতে ২৮ কেজি গাঁজাসহ সিএনজি চালক আটক