মুক্তিপণ দিয়েও সাদাবকে বাঁচাতে পারেনি পরিবার

ময়মনসিংহের গফরগাঁওয়ে মুক্তিপণ দিয়েও পাঁচ বছরের শিশু সাদাবকে বাঁচাতে পারেনি পরিবার।
নিখোঁজের চার দিন পর । আজ মঙ্গলবার (১৫ জুলাই) সকালে বাড়ির পাশে জঙ্গলে এবং পুকুরপাড় থেকে শিশুটির দ্বিখণ্ডিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বিষয়টি নিশ্চিত করে পাগলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস আলম জানান, শুক্রবার উপজেলার পাগলার দিঘীরপাড় গ্রামের নানাবাড়ি থেকে প্রবাসী আল আমিনের ৫ বছরের ছেলে সাদাব নিখোঁজ হয়। পরে অপহরণকারীরা ফোনে ৭০ হাজার টাকা দাবি করলে ২৮ হাজার টাকা দেয় পরিবার। গফরগাঁও রেলস্টেশনের পাশে সিএনজি স্টেশনে সাদাবকে রেখে যাবে বলে জানায় অপহরণকারীরা। পরে তারা যোগাযোগ বন্ধ করে দেয়।
আরও পড়ুনমন্তব্য করুন