চাঁপাইনবাবঞ্জে ছিনতাই ও ফিটিংবাজির অভিযোগে যুবক গ্রেফতার

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জ শহর থেকে ছিনতাই এবং কৌশলে বিভিন্ন ঘটনা সাজিয়ে (ফিটিংবাজি করে) মানুষের কাছে থেকে টাকা আদায়ের অভিযোগে মো. সাব্বির (২৮) নামে এক যুবক গ্রেফতার হয়েছে। গত রোববার বিকেলে চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার ওয়াসিম ফিরোজ সাব্বিরকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন।
তিনি শহরের মসজিদপাড়া মহল্লার মো. শামীমের ছেলে। চাঁপাইনবাবগঞ্জ সদর থানার উপ-পরিদর্শক(এসআই) আব্দুল হাই বলেন, গত রোববার দুপুরে শহরের মার্কেট এলাকা থেকে সাব্বিরকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে আগের একটি ছিনতাই মামলা রয়েছে। ওইদিন বিকেলেই তাকে আদালতে পাঠানো হয়েছে।
আরও পড়ুনমন্তব্য করুন