ফরিদগঞ্জে মা ও মেয়ের একসঙ্গে বিষপান, মেয়ের মৃত্যু
_original_1752582956.jpg)
চাঁদপুরের ফরিদগঞ্জে স্বামীর সঙ্গে ঝগড়ার পর অভিমান করে একসঙ্গে বিষপান করেছেন মা ও মেয়ে। হাসপাতালে নেওয়ার পর মেয়েটির মৃত্যু হয়েছে। মা বেঁচে থাকলেও হাসপাতালে ভর্তি রয়েছেন।
বিষপানে মৃত্যুবরণকারী জান্নাত আক্তার (১৮) ওই গ্রামের রাঢ়ী বাড়ির জয়নাল আবেদীনের মেয়ে।
জানা যায়, জয়নাল আবেদীন মঙ্গলবার (১৫ জুলাই) সকালে স্ত্রী পারুল বেগম ও ১৮ বছরের মেয়ে জান্নাত আক্তারকে বকাঝকা করেন। পরে তিনি তার স্টেশনারি দোকানে চলে যান। এ কারণে রাগে-ক্ষোভে অভিমান করে দীর্ঘদিনের দাম্পত্য কলহের এক চরমপর্যায়ে মা ও মেয়ে একসঙ্গে বিষপান করেন। পরিবারের কেউ প্রথমে টের না পেলেও পরে তাদের অচেতন অবস্থায় উদ্ধার করে দ্রুত ফরিদগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে জান্নাতের মৃত্যু হয়। সরকারি হাসপাতালের চতুর্থতলায় মৃত্যুশয্যায় রয়েছেন পারুল বেগম।
জান্নাতের মৃত্যুর পর লাশ ময়নাতদন্ত ছাড়াই নিয়ে যাওয়ার চেষ্টা করেন জয়নাল।
আরও পড়ুনসংবাদ পেয়ে চাঁদপুর মডেল থানার এসআই সুজন নন্দী হাসপাতালে ও পরে ফরিদগঞ্জ থানার এসআই জাকির ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করেন।এলাকাবাসী জানান, তাদের সংসারে প্রায়ই কলহ লেগেই থাকত।
ফরিদগঞ্জ থানার ওসি মোহাম্মদ শাহ আলম জানান, সংবাদ পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে।
মন্তব্য করুন