ভিডিও রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫

বাংলাদেশ ব্যাংকে আবু সাঈদ দেয়াল কর্মসূচি পালন

বাংলাদেশ ব্যাংকে আবু সাঈদ দেয়াল কর্মসূচি পালন

‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে শহীদ আবু সাঈদের স্মরণে দোয়া মাহফিল ও প্রতীকী অবস্থান কর্মসূচি পালন করেছেন বাংলাদেশ ব্যাংকের একটি অংশের কর্মকর্তা-কর্মচারীরা। 

আজ বুধবার (১৬ জুলাই) সকালে রাজধানীর মতিঝিলে বাংলাদেশ ব্যাংক ভবনের সামনে এ কর্মসূচি পালন করা হয়।

কর্মসূচির একপর্যায়ে কর্মকর্তারা শহীদ আবু সাঈদের প্রতিবাদী ভঙ্গিমায় দুই হাত প্রসারিত করে গড়ে তোলেন প্রতীকী ‘আবু সাঈদ দেয়াল’। 

তাদের ভাষ্য, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের প্রতীক হয়ে উঠেছেন শহীদ আবু সাঈদ। তার আত্মদান দেশের ‘দ্বিতীয় স্বাধীনতা’ এনে দিয়েছে বলেও মন্তব্য করেন তারা।

আরও পড়ুন

বাংলাদেশ ব্যাংকের পরিচালক মিজানুর রহমান আকন বলেন, ‘গত বছরের এই দিনে আবু সাঈদ জীবন দিয়ে আমাদের জন্য এক নতুন সম্ভাবনার পথ খুলে দিয়েছেন। তিনি শিখিয়ে গেছেন কীভাবে অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হয়। আমরা তার আত্মত্যাগকে শ্রদ্ধাভরে স্মরণ করছি। দেশের মানুষের উচিত তার পথ অনুসরণ করে সব অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী হওয়া।’

কোটা সংস্কার আন্দোলনের সময় গত বছরের ১৬ জুলাই রংপুরে পুলিশের গুলিতে শহীদ হন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ। সে কারণে এই দিনটিকে ‘জুলাই শহীদ দিবস’ হিসেবে রাষ্ট্রীয়ভাবে ঘোষণা করেছে সরকার।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বেরোবিতে শিক্ষার্থীদের যাতায়াতের সুবিধার্থে যুক্ত হলো ৭টি বাস

দর্শকপ্রিয় হয়ে উঠেছেন সাহেলা আক্তার

চালককে হত্যা করে ইজিবাইক ছিনতাই, খামার থেকে মরদেহ উদ্ধার

নাফ নদী থেকে প্রায় আড়াই লাখ পিস ইয়াবা উদ্ধার

সারাদেশে শুরু হচ্ছে টাইফয়েড টিকাদান কর্মসূচি

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে সড়ক দুর্ঘটনায় আহত স্কুলছাত্রের মৃত্যু