সর্বজনীন পেনশন প্রকল্প বাস্তবায়ন গতিশীল করতে জাতীয় পেনশন কর্তৃপক্ষের (এনপিএ) সাথে ব্যাংক এশিয়ার সমঝোতা স্মারক স্বাক্ষর

সর্বজনীন পেনশন প্রকল্প বাস্তবায়ন আরও গতিশীল করার লক্ষে জাতীয় পেনশন কর্তৃপক্ষ (এনপিএ) এর সাথে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে ব্যাংক এশিয়া পিএলসি। প্রকল্পটি সকল শ্রেণীর নাগরিকদের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করার পথে একটি বড় পদক্ষেপ।
১৪ জুলাই ২০২৫ তারিখে অর্থ বিভাগের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সমঝোতা স্বারক স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অর্থ বিভাগের সচিব ড. মোঃ খায়রুজ্জামান মজুমদার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয় পেনশন কর্তৃপক্ষের (এনপিএ) নির্বাহী চেয়ারম্যান জনাব মোঃ মহিউদ্দিন খান। অনুষ্ঠানে ব্যাংক এশিয়ার ব্যবস্থাপনা পরিচালক জনাব সোহেল আর কে হোসেন সমঝোতা স্মারক স্বাক্ষর শেষে দীর্ঘমেয়াদী জাতীয় লক্ষ্য অর্জনে অবদান রাখার ক্ষেত্রে অন্তর্ভুক্তিমূলক, প্রযুক্তি-নির্ভর অত্যাধুনিক ব্যাংকিং সেবা নিশ্চিতকরণে ব্যাংক এশিয়ার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন। এই চুক্তির আওতায়, ব্যাংক এশিয়া পেনশন গ্রাহকদের জন্য নিরবচ্ছিন্ন নিবন্ধন, চাঁদা সংগ্রহ এবং রিয়েল-টাইম ডিজিটাল ইন্টিগ্রেশন প্রক্রিয়া সহজতর করবে।
মন্তব্য করুন