ভিডিও বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫

বার্মিজ চাকু উদ্ধার

বগুড়ায় যে কারণে জোড়া হত্যাকাণ্ড, ঘাতক গ্রেফতার

বগুড়ায় যে কারণে জোড়া হত্যাকাণ্ড, ছবি: দৈনিক করতোয়া

স্টাফ রিপোর্টার: বগুড়ায় জোড়া হত্যাকাণ্ডের রহস্য উন্মোচিত হয়েছে। প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করার জের ধরে তাদেরকে হত্যা করা হয়েছে। হত্যাকান্ডের ঘটনায় জড়িত মূল ঘাতক সৈকত হাসান (১৭)কে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। বৃহস্পতিবার (১৭ জুলাই) ভোর সাড়ে ৪টার দিকে বগুড়া শহরের খান্দার এলাকার পাসপোর্ট অফিসের সামনের সড়ক থেকে তাকে গ্রেফতার করা হয়। একই দিন দুপুরে ইসলামপুর হরিগাড়ী এলাকায় একটি ডোবা থেকে হত্যার কাজে ব্যবহৃত একটি বার্মিজ চাকু উদ্ধার করা হয়েছে। ধৃত সৈকত ইসলামপুর হরিগাড়ী এলাকার সোহেল ইসলামের ছেলে।

ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার জানান, গ্রেফতারের পর হত্যায় নিজের জড়িত থাকার কথা স্বীকার করে প্রাথমিক জবানবন্দি দিয়েছে সৈকত। প্রেম ও বিয়ের প্রস্তাবে রাজি না হওয়ায় ক্ষিপ্ত হয়ে একাই সে এ হত্যাকান্ড ঘটিয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।

এর আগে গত বুধবার রাত সাড়ে ৮ টারদিকে শহরের উপকন্ঠে ইসলামপুর হরিগাড়ী এলাকার লাইলি খাতুন (৭০) ও তার নাতবউ হাবিবা বেগমকে (২২) ধারালো অস্ত্রের আঘাতে হত্যা করা হয়। আর ছুরিকাঘাতে আহত হয় ১৬ বছরের বন্যা আক্তারও।  

নিহতের স্বজনরা জানান, এবার এসএসসি পরীক্ষা পাস করেছে বন্যা। স্কুলে পড়ার সময় স্থানীয় প্রতিবেশী সোহেলের ছেলে সৈকত প্রায়ই তাকে উত্যক্ত করতো এবং বিয়েও করতে চাইতো। কিন্তু বন্যার পরিবার বিয়ে দিতে অস্বীকার করে এবং উত্যক্তের প্রতিবাদ জানায়। এ নিয়ে এলাকায় শালিস-বৈঠকও হয়। শালিসে সৈকত বন্যাকে আর উত্যক্ত করবেনা বলে প্রতিশ্রুতি দেয়। কিন্তু এই শালিস-বৈঠকের  তিন মাস পর সৈকত বাড়িতে ঢুকে লাইলী বেগম ও হাবিবাকে ছুরিকাঘাতে হত্যা এবং বন্যাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়।

ডিবি সূত্র জানায়, গত বুধবার রাত সাড়ে ৮ টার দিকে বগুড়া পৌরসভার  ১৪নং ওয়ার্ডের হরিগাড়ী গ্রামের বখাটে কিশোর সৈকত কর্তৃক প্রেমের প্রস্তাব প্রত্যাখান করায় রাগান্বিত হয়ে সে কিশোরী বন্যা আক্তারের বাড়িতে যায়। এরপর বন্যা’সহ তার ভাবি হাবিবা বেগম (২২) এবং তার দাদি লাইলী বেগম (৭০)’কে ছুরিকাঘাতে গুরুতর জখম করে পালিয়ে যায়। পরে এই সংবাদের ভিত্তিতে ঘটনার মূল রহস্য উদঘাটন ও ঘাতককে হেফাজতে নেওয়ার জন্য পুলিশের কয়েকটি টিম মাঠে নামে। অভিযানের এক পর্যায়ে গতকাল ভোর সাড়ে ৪ টার দিকে শহরের খান্দার পাসপোর্ট অফিস এলাকায় ডিবি বিশেষ অভিযান পরিচালনা করে ওই চাঞ্চল্যকর জোড়া খুন ও একজন গুরুতর আহতের ঘটনায় মূল অভিযুক্ত সৈকতকে গ্রেফতার করে পুলিশ হেফাজতে নেওয়া হয়। পরে সৈকতের দেওয়া তথ্য ও দেখানো মতে গতকাল দুপুর একটা ৫০ মিনিটের দিকে ইসলামপুর হরিগাড়ী এলাকায় একটি পরিত্যক্ত ডোবা হতে হত্যাকান্ডে ব্যবহৃত ১টি বার্মিজ চাকু উদ্ধার পূর্বক জব্দ করা হয়।

ডিবি সূত্রও আরও জানায়, প্রাথমিক অনুসন্ধানে জানা যায় যে, গ্রেফতারকৃত সৈকত দীর্ঘদিন যাবত কিশোরী বন্যাকে প্রেমের প্রস্তাব দিয়ে উত্ত্যক্ত করে আসছিল। ওই প্রেমের প্রস্তাব প্রত্যাখান করায় ঘাতক সৈকত ক্ষিপ্ত হয়ে গত বুধবার রাত সাড়ে ৮ টার দিকে  বন্যার বসত বাড়িতে যায় এবং বন্যাকে চড় থাপ্পর মারতে থাকে। বিষয়টি বন্যার ভাবি  হাবিবা বেগম (২২) দেখতে পেয়ে ছুটে এসে ঘাতক সৈকতকে ঠেকানোর চেষ্টা করে। কিন্তু এ সময় সৈকত তার কাছে থাকা বার্মিজ চাকু বের করে  বন্যা ও তার ভাবি হাবিবাা বেগমকে উপর্যুপরি ছুরিকাঘাত করে। এসময় বন্যার দাদি লাইলী বেগম (৭০) ছুটে এসে বাধা দেওয়ার চেষ্টা করলে তাকেও ছুরিকাঘাত করে সৈকত ঘটনাস্থল হতে পালিয়ে যায়।

আরও পড়ুন

পরবর্তীতে স্থানীয় লোকজন আহতদেরকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক লাইলী বেগম এবং হাবিবা বেগমকে মৃত ঘোষণা করেন। এছাড়া ওই ঘটনায় গুরুতর আহত বন্যা আক্তার বর্তমানে ওই হাসপাতাল চিকিৎসাধীন আছে। তার অবস্থা আশংকাজনক।

এদিকে, বৃহস্পতিবার শহরতলির হরিগাড়ী এলাকায় গ্রেফতারকৃত ঘাতক সৈকতকে নিয়ে পুলিশ যখন হত্যাকান্ডে ব্যবহৃত চাকু উদ্ধার করতে যায় তখন শতশত এলাকাবাসী জড়ো হয়। তারা ঘাতক সৈকতের ফাঁসির দাবিতে ফুঁসে ওঠেন। তার বিচারের দাবিতে মিছিল করেন। পরে এ অবস্থার মধ্যেই পুলিশ সৈকতের দেখানো মতে হত্যাকান্ডে ব্যবহৃত চাকু উদ্ধারে একটি পরিত্যক্ত ডোবায় তল্লাশি চালায়। এক পর্যায়ে ডোবা হতে হত্যাকান্ডে ব্যবহৃত একটি বার্মিজ চাকু উদ্ধার করা হয়। পরে সৈকতকে ডিবি কার্যালয়ে আনা হয়।

বগুড়া সদর থানার ওসি হাসান বাসির জানান, প্রেম ও বিয়ে করতে ব্যর্থ হওয়ার জের হিসাবে এই জোড়া হত্যাকান্ড। সৈকত একাই এই হত্যাকান্ড ও বন্যাকে ছুরিকাঘাত করেছে বলে প্রাথমিক তথ্যে জানা গেছে। সেই সাথে এ ঘটনায় জড়িত থাকার কথাও সে স্বীকার করেছে। এদিকে, বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫ টা পর্যন্ত এ ব্যপারে থানায় হত্যা মামলা দায়ের করা হয়নি। তবে মামলার প্রস্তুতি চলছিল বলে ওসি জানিয়েছেন। 

 

 

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গোপালগঞ্জে হামলার প্রতিবাদে বগুড়ায় এনসিপির বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

লামায় বন্ধ থাকা সব পর্যটনকেন্দ্র পর্যটকদের জন্য উন্মুক্ত

চাকরি দেওয়ার নামে প্রতিবন্ধী যুবকের কাছ থেকে সাড়ে ১০ লাখ টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ

পিরোজপুরে প্রতিপক্ষের হামলায় ছাত্রদলকর্মী নিহত

‘জুলাই সনদ তৈরির প্রক্রিয়া হতে হবে স্বচ্ছ ও মানুষের কাছে দৃশ্যমান’

জামালপুরে অপহরণের পর স্কুলছাত্রীকে ধর্ষণ, যুবকের যাবজ্জীবন