বকশীগঞ্জে আ.লীগ নেতা বাবা ও ছাত্রলীগ করা ছেলে গ্রেফতার

জামালপুরের বকশীগঞ্জে আওয়ামী লীগ ও ছাত্রলীগের দুই নেতাকে গ্রেফতার করা হয়েছে। তারা হলেন- নিলাখিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি মুনসর আলী মঞ্জু (৬০) ও তার ছেলে ইউনিয়ন ছাত্রলীগের সহ-সাংগঠনিক সম্পাদক বায়জিদ হোসেন কাঞ্চন (৩০)।
আজ বৃহস্পতিবার (১৭ জুলাই) সকালে আটকদের জামালপুর আদালতে পাঠানো হ করা হয়েছে। এর আগে বুধবার রাতে তাদের গ্রেফতার করা হয়।
বকশীগঞ্জ থানা পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে বুধবার রাতে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে মুনসর আলী মঞ্জু ও বায়জিদকে গ্রেফতার করা হয়।
আরও পড়ুনবকশীগঞ্জ থানার ওসি খন্দকার শাকের আহমেদ জানান, ডেভিল হান্ট অপারেশনে ওই দুই জনকে আটক করা হয়। বৃহস্পতিবার তাদের আদালতে পাঠানো হয়েছে। অপরাধ দমনে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।
মন্তব্য করুন