ঠাকুরগাঁওয়ের হরিপুর সীমান্তে আটক ৩ বাংলাদেশিকে ফেরত দিল বিএসএফ

হরিপুর (ঠাকুরগাঁও) প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ের হরিপুর সীমান্তে বিজিবি-বিএসএফ’র কোম্পানি পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে সীমান্তে আটক ৩ বাংলাদেশি নাগরিককে বিজিবি’র কাছে হস্তান্তর করেছে বিএসএফ।
জানা যায়, গতকাল বৃহস্পতিবার বিকেল ৫টায় সীমান্তের ৩৪৬/৩ আর পিলার থেকে ৪শ’ গজ ভারতের অভ্যন্তরে সীমান্তের মাকোরহাট নামকস্থানে অবস্থান করলে ৬৩ মাকোরহাট বিএসএফ ক্যাম্পের টহল টিম তাদের আটক করে। আটককৃতরা হলো হরিপুর উপজেলার ৬নং ভাতুরিয়া ইউনিয়নের ও ভাতুরিয়া গ্রামের মুসলিম আলীর ছেলে মাইনুল হক(৩৮), একই ইউনিয়নের ঝাঁরবাড়ি গ্রামের আজিজের ছেলে আসরা(৩২), রানীশংকৈল উপজেলার রসুলপুর গ্রামের আব্দুল লতিবের ছেলে শামীম আক্তার(২৫)।
পরে কোম্পানি পর্যায়ে গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টায় সীমান্তের ৩৪৬নং মেইন পিলার এলাকার মাকোরহাট নামকস্থানে বিজিবি-বিএসএফ‘র পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। পরে বিএসএফ আটককৃতদের বিজিবি’র কাছে হস্তান্তর করলে রাতেই তাদের হরিপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
জানা যায়, ভারতে শ্রমিকের কাজের জন্য আকটকৃতরা অবৈধভাবে দিনাজপুর ব্যাটালিয়ন ৪২ বিজিবির গোবিন্দপুর বিওপির সীমান্ত এলাকা দিয়ে ভারতে প্রবেশ করে। পতাকা বৈঠকে দিনাজপুর ব্যাটালিয়ন ৪২ বিজিবির গোবিন্দপুর বিওপির কমান্ডার এবং ভারতের ৬৩ মাকরহাট বিএসএফ কোম্পানি কমান্ডার নেতৃত্ব দেন।
আরও পড়ুনঅপরদিকে আজ শুক্রবার (১৮ জুলাই) সকাল সাড়ে ১০টায় ঠাকুরগাঁও ব্যাটালিয়ন সি কোম্পানির ৫০বিজিবির হরিপুর বিওপির সীমান্তের ৩৫৬নং পিলার এলাকায় বাংলাদেশ ভূ-খন্ডের ৩শ’ গজ অভ্যন্তরে দনগাঁও নামক স্থান দিয়ে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের সময় হরিপুর বিওপির টহল টিম মাইনুল ইসলাম(২৫) নামে এক বাংলাদেশি নাগরিককে আটক করে হরিপুর থানায় পুলিশের কাছে হস্তান্তর করে।
সে উপজেলার পাহাড়গাঁও গ্রামের আনিসুর রহমানের ছেলে। হরিপুর থানার অফিসার ইনচার্জ জাকারিয়া মন্ডল বলেন, বিজিবির পৃথক দু’টি লিখিত এজাহার পেয়ে থানায় সীমান্ত আইনে মামলা রজু করে ৪জন আসামিকে ঠাকুরগাঁও জেলহাজতে পাঠানো হয়েছে।
মন্তব্য করুন