ভিডিও রবিবার, ২০ জুলাই ২০২৫

চিকিৎসার অভাবে মারা গেছেন জনপ্রিয় তেলেগু অভিনেতা ভেঙ্কট রাজ

চিকিৎসার অভাবে মারা গেছেন জনপ্রিয় তেলেগু অভিনেতা ভেঙ্কট রাজ

দক্ষিণী সিনেমার খ্যাতিমান কৌতুক অভিনেতা ফিশ ভেঙ্কট কিডনি রোগে আক্রান্ত হয়ে মারা গেছেন।

গতকাল (১৮ জুলাই) তিনি হায়দারাবাদের একটি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন। দীর্ঘদিন ধরে কিডনির সমস্যায় ভুগছিলেনএ অভিনেতা।

জানা গেছে, দীর্ঘদিন অসুস্থ থাকা অবস্থায় যথাযথ চিকিৎসা পাননি একসময়ের ব্যস্ত এ অভিনেতা। এমনকি অভিনেতার পরিবার চিকিৎসার আর্থিক সহায়তায় প্রতারণার শিকার হয়েছে। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৩ বছর। ফিশ ভেঙ্কটের মৃত্যুতে দক্ষিণী সিনেমা অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।

ফিশ ভেঙ্কট নামে জনপ্রিয় হলেও তার আসল নাম ছিল ভেঙ্কট রাজ। কিছুদিন আগেই তার কিডনির সমস্যা বেশি বেড়ে যাওয়ায় তাকে হায়দরাবাদের হাসপাতালে ভর্তি করা হয়। একটি কিডনি বিকল হয়ে গিয়েছিল তার। হাসপাতালে তাকে আইসিইউ বিভাগে রাখা হয়েছিল এবং কিছুদিনের মধ্যেই কিডনি ট্রান্সপ্ল্যান্ট করার কথা ছিল তার।

আরও পড়ুন

চলতি মাসেই এর আগে এক সংবাদমাধ্যমের সাক্ষাৎকারে ভেঙ্কট রাজের মেয়ে শ্রাবন্তী জানিয়েছিলেন, আরেক সুপারস্টার প্রভাসের টিম তাদের আর্থিক সহায়তা দিয়েছে। তিনি জানিয়েছিলেন যে তার বাবার শারীরিক অবস্থা মোটেও ভালো নয়। তার অবস্থা গুরুতর এবং তাকে আইসিইউতে রাখা হয়েছে। তার এখন কিডনি ট্রান্সপ্ল্যান্ট দরকার। এতে খরচ হবে মোটামুটি ৫০ লাখ রুপি। প্রভাসের সহকারীরা শ্রাবন্তীর সঙ্গে যোগাযোগ করেছেন এবং তাদের আর্থিক সহায়তা দেওয়ার আশ্বাস দিয়েছেন। এমনকী ঠিক কবে ফিশ ভেঙ্কটের এই কিডনি ট্রান্সপ্ল্যান্ট হবে তা জানাতেও বলেছিলেন প্রভাসের টিম।

কিন্তু পরে ভেঙ্কটের পরিবার আরেক স্থানীয় সংবাদমাধ্যমে জানান, সেই কলটি ছিল ভুয়া। যখন সরাসরি প্রভাসের কাছে আর্থিক সাহায্যের জন্য যাওয়া হয়, তখন ভেঙ্কটের পরিবারের লোক বুঝতে পারেন যে মূলত এমন কোনো ফোনই করা হয়নি প্রভাসের পক্ষ থেকে। কোনো এক অজানা অচেনা ব্যক্তি প্রভাসের সহকারী পরিচয়ে ফোন করেছিলেন, প্রভাস নিজে ভেঙ্কটের শারীরিক অবস্থার ব্যাপারে কিছুই জানতেন না। এখন পর্যন্ত কোনো আর্থিক সাহায্য পাননি বলেই জানিয়েছিল ভেঙ্কটের পরিবার। আর কিডনি ট্রান্সপ্ল্যান্টের আগেই পৃথিবী ছেড়ে চলে যান অভিনেতা ভেঙ্কট রাজ।

ফিশ ভেঙ্কট মূলত তার কৌতুক অভিনয় এবং খলনায়কের ভূমিকায় অভিনয়ের জন্য ব্যাপক পরিচিত ও জনপ্রিয়তা লাভ করেন। তেলেঙ্গানার আঞ্চলিক টানে কথা বলার জন্যই তাকে চলচ্চিত্র দুনিয়ায় ‘ফিশ’ উপাধি মেলে। অনেক জনপ্রিয় সিনেমায় কাজ করেছেন তিনি। এর মধ্যে ‘বানি’, ‘অধুরস’, ‘ধী’, ‘মীরাপকায়’ সিনেমাগুলো বিশেষভাবে উল্লেখযোগ্য।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজশাহীর বাঘায় ৪ বাড়িতে ডাকাতি স্বর্ণালংকারসহ ১০ লাখ টাকার মালামাল লুট

লালমনিরহাটে রবি মৌসুমের আগাম সবজি চাষে ঝুঁকছেন কৃষক

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গিতে ছিনতাইকালে এক ব্যক্তি গ্রেফতার

লালমনিরহাটে অবৈধভাবে জ্বালানি তেল বিক্রয়ের মহাৎসব চলছে

দিনাজপুরে বিদেশি রিভালবার ও ৫ রাউন্ড গুলিসহ মাদকদ্রব্য উদ্ধার

উত্তরাঞ্চলের বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচি পালন