ভিডিও বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪

সান্তা ক্লজের দেশে বরফশীতল পানিতে বড়দিন রোনালদোর

সান্তা ক্লজের দেশে বরফশীতল পানিতে বড়দিন রোনালদোর, ছবি: সংগৃহীত

স্পোর্টস ডেস্ক : খ্রিষ্টধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব বড় দিন। খালি গায়ে বরফশীতল পানিতে নেমে বড়দিনের শুভেচ্ছা জানিয়েছেন পুর্তগিজ কিংবদন্তি রোনালদো। সেটা আবার সান্তা ক্লজের দেশে গিয়ে।

রোনালদো পরিবারের সঙ্গে অবসর সময় কাটাতে গেছেন ফিনল্যান্ডের ল্যাপল্যান্ডে। দেশটির উত্তর দিকের শেষ সীমায় অবস্থিত এই জায়গাকে বলা হয় সান্তা ক্লজের আসল বাড়ি। এখানকার তাপমাত্রা মাইনাস ৩ ডিগ্রি সেলসিয়াস থেকে নামতে পারে মাইনাস ১৬ ডিগ্রিতে। মাঝেমধ্যে নাকি মাইনাস ৩০ ডিগ্রিতেও নেমে আসে।

এমন ভয়ানক ঠান্ডাতেই রোনালদো পানিতে নামার চ্যালেঞ্জ নিলেন। এই সময়ে শীতের পোশাক পরে রোনালদোর সামনেই ছিলেন তার ছেলে। বোঝাই যাচ্ছিল, সে এমন পাগলামি করতে রাজি নয়! পানি থেকে ওঠার পরের একটি ছবি দিয়েই রোনালদো লিখেছেন ‘শুভ বড়দিন সবাইকে’। 

আরও পড়ুন

আরেক ছেলেকে নিয়ে এর আগে স্কিডুতে করে বরফঢাকা পথ চষে বেড়িয়েছেন রোনালদো। ইনস্টাগ্রামে এমন ছবি পোস্টও করেছেন। ডেইলি মেইল জানিয়েছে, রোনালদো পরিবারসহ ভ্রমণ করেছেন। তবে ঝুঁকি নিয়ে কোনো খেলায় অংশ নেননি আল নাসর তারকা। আল নাসরের সঙ্গে চুক্তি অনুযায়ী, চোটের ঝুঁকি বেশি-এমন কিছুতে রোনালদোকে অংশ নিতে নিরুৎসাহিত করা হয়েছে। সে কারণে শীতকালীন খেলাতেই মেতে ছিল রোনালদোর পরিবার।

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সন্ত্রাসী ‘কিলার লিটন’ গ্রেফতার

তিন বছর পর ছয় মাস মেয়াদি আহবায়ক কমিটি বিলুপ্ত

কসবায় ডেকে নিয়ে অটোচালককে হত্যা, ১০ দিন পর লাশ উদ্ধার

আন্দোলনে গুলিবিদ্ধ হৃদয়ের চিকিৎসা হচ্ছে না টাকার অভাবে

বগুড়ার শিবগঞ্জে স্বেচ্ছাসেবক লীগ নেতা আব্দুল মজিদ গ্রেফতার

ধর্মান্তরিত সেই আকাশ এখন আলোচিত ‘খুনি’