বগুড়ার কাহালুতে ভাতিজার ছুরিকাঘাতে চাচা আহত

কাহালু (বগুড়া) প্রতিনিধি : জমি নিয়ে বিরোধের জের ধরে আজ বৃহস্পতিবার সন্ধ্যার পর পরই ছুরিকাঘাতে চাচা মোঃ শামসুল হক (৬০), গুরুতর আহত হয়ে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। শামসুল হক উপজেলার করমজা পাড়া এলাকার বাসিন্দা।
স্থানীয় সূত্র জানিয়েছে ভাতিজাদের সাথে জমি নিয়ে তার বিরোধ চলছিলো। এ অবস্থায় আজ সন্ধ্যার পর পরই উপজেলায় ময়াজ বাড়ি বাজারে মৃত লাল মাহমুদের ছেলে মোঃ শামসুল হক (৬০)কে ছুরিকাঘাত করে দুর্বৃত্তরা পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন ও আত্মীয়-স্বজনরা বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে দেন। রাত ১০টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত হাসপাতালে তার অস্ত্রপচার চলছিলো। মেডিকেল ফাঁড়ির একটি সূত্র জানিয়েছে শামসুল হকের ভাতিজা তাকে ছুরকাঘাত করেছে।
আরও পড়ুনমন্তব্য করুন