ভিডিও শুক্রবার, ১৫ আগস্ট ২০২৫

বগুড়ায় ডিবি পুলিশের উপর মাদক কারবারীদের হামলা 

সংগৃহিত,বগুড়ায় ডিবি পুলিশের উপর মাদক কারবারীদের হামলা 

স্টাফ রিপোর্টার : বগুড়া শহরের হাড্ডি পট্টি এলাকায় মাদক কারবারিরা ডিবি পুলিশের ওপর হামলা চালিয়েছে। হামলায় একাধিক পুলিশ সদস্য আহত হয়েছেন। আজ ১৪ই আগস্ট বৃহস্পতিবার রাত দশটার দিকে এ ঘটনা ঘটে। 

স্থানীয় সূত্র  জানিয়েছে, গোপন সূত্রে সংবাদ পেয়ে ডিবির এএসআই হাসানের নেতৃত্বে একটি দল হাড্ডি পট্টিতে অভিযান চালিয়ে রনি নামে  একজন মাদক বিক্রেতাকে আটক করে।

এরপর তাকে নিয়ে  পাশেই  রেললাইন পার হয়ে সেউজগাড়ি আমতলা  মোর দিয়ে ডিবি কার্যালয়ের  দিকে  নিয়ে যাচ্ছিল।

কিন্তু এ সময় নারী পুরুষ মিলে মাদক কারবারিরা একজোট হয়ে লাঠি সোটা ঝাঁটা নিয়ে পিছন পিছন এসে আমতলা মোরে ডিবি পুলিশের উপর হামলা করে এবং ঢিল ছুড়ে আটক মাদক বিক্রেতা রনিকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। এ সময় ডিবির ওই টিমের সাথে মাদক কারবারিদের ধস্তাধস্তি হয়।

আরও পড়ুন

এ সময় মাদক কারবারীদের হামলায় ডিবির এএসআই হাসানসহ ডিবিরএকাধিক  সদস্য আহত হন। পরে স্থানীয় লোকজন ডিবির আহত সদস্যদের উদ্ধার করে।

হামলার খবর পেয়ে অতিরিক্ত ডিবি পুলিশ এসে হাড্ডি-পট্টিতে এলাকা ঘেরাও করে অভিযান শুরু করে। রাত পৌনে বারোটা  পর্যন্ত এই অভিযান চলছিল।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ায় ডিবি পুলিশের উপর মাদক কারবারীদের হামলা 

‘মৃত ভোটারদের’ সঙ্গে চা পান করলেন রাহুল গান্ধী 

নরওয়ের মন্ত্রীকে ফোন করে নোবেল পুরস্কার চেয়েছেন ট্রাম্প

আল বটর বাহিনী ধর্মকে বিক্রি করছে: আমিনুল হক

বগুড়ার কাহালুতে ভাতিজার ছুরিকাঘাতে চাচা আহত

রংপুরে শিল্প উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ কোর্সের সমাপনী