ভিডিও বৃহস্পতিবার, ১৪ আগস্ট ২০২৫

বাংলাদেশ ‘এ’ দলকে পাত্তা দিল না পাকিস্তান শাহিনস

বাংলাদেশ ‘এ’ দলকে পাত্তা দিল না পাকিস্তান শাহিনস

স্পোর্টস ডেস্কঃ অস্ট্রেলিয়ার ডারউইনে অনুষ্ঠিত টপ অ্যান্ড টি২০ টুর্নামেন্টে পাকিস্তান শাহিনসের বিপক্ষে রান পাহাড়ে চাপা পড়ে ৭৯ রানের বড় ব্যবধানে হেরেছে নুরুল হাসান সোহানের নেতৃত্বাধীন বাংলাদেশ ‘এ’ দল। ব্যাটে ও বলে জাতীয় দলের ছায়াদল নিয়ে খেলা বাংলাদেশ ‘এ’ পাকিস্তানের দলটির কাছে পাত্তাই পেল না সোহানের দল।

 

পাকিস্তান শাহিনস দলের ইনিংস শেষেই যেন ম্যাচের ভাগ্য ঠিক হয়ে গিয়েছিল। কেননা উদ্বোধনী ম্যাচে বাংলাদেশকে ২২৮ রানের বড় লক্ষ্য দিয়েছিল পাকিস্তান। তাই টপ অ্যান্ড টি২০’র প্রথম ম্যাচে জিততে হলে দারুণ কিছু করতে হতো বাংলাদেশ ‘এ’ দলের ব্যাটসম্যানদের।

তবে ডারউইনে দারুণ কিছু করতে পারেননি বাংলাদেশের ব্যাটাররা। ফল যা হওয়ার তাই হয়েছে। ৭৯ রানে হেরে টুর্নামেন্ট শুরু করেছে নুরুল হাসান সোহানের দল। শুরুতে অবশ্য জয়ের স্বপ্নই দেখাচ্ছিলেন জিশান আলম ও সাইফ হাসান। দ্বিতীয় উইকেটে ৮৬ রানের জুটি গড়ে ম্যাচের নিয়ন্ত্রণ নিয়েছিলেন তারা।

আর সেটিও মাত্র ৩৮ বলের বিধ্বংসী ব্যাটিংয়ে। ৩৩ রানে জিশান আউট হওয়ার পরেই ম্যাচের চিত্র যায় বদলে। এরপর একের পর এক উইকেট হারাতে থাকে বাংলাদেশ। দলের হয়ে ৫৭ রানের ইনিংস খেলে পরাজয়ের ব্যবধানটুকু শুধু কমাতে পেরেছেন সাইফ। অধিনায়ক সোহান খেলেন তৃতীয় সর্বোচ্চ ২২ রানের ইনিংস। পাকিস্তানের হয়ে ৩টি করে উইকেট নেন সাদ মাসুদ ও ফয়সাল আকরাম।

অথচ বাংলাদেশ ‘এ’ দলের একাদশে জাতীয় দলে খেলার অভিজ্ঞতা সম্পন্ন সাত ক্রিকেটার ছিলেন। যাদের মধ্যে সম্প্রতি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন ব্যাটসম্যান মোহাম্মদ নাঈম শেখ ও পেসার হাসান মাহমুদ। নুরুল হাসান সোহান ও সাইফ হাসান পরেছেন জাতীয় দলের জার্সি। জাতীয় দলে ঢোকার লড়াইয়ে আছেন তারা। জাতীয় দলে কামব্যাক ও বাদ পড়ার মধ্যে আছেন আফিফ হোসেন ধ্রুব। মাহিদুল অঙ্কনও আন্তর্জাতিক ক্রিকেট খেলেছেন। তিন ফরম্যাটে জাতীয় দলে ঢোকার লড়াইয়ে আছেন তিনি। একটি আন্তর্জাতিক ওয়ানডে খেলেছেন পেসার মৃত্যুঞ্জয় চৌধুরীও।

আরও পড়ুন

 

আর ওই হিসেবে পাকিস্তান শাহিনসের দলে আছেন পাইপলাইনের ক্রিকেটার। কেবল পেসার মোহাম্মদ ওয়াসিম বেশ কিছু আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন। আব্দুস সামাদ ও ইরফান খানের গুটিকয় ম্যাচ খেলার অভিজ্ঞতা আছেন। বৃহস্পতিবার অস্ট্রেলিয়ার ডারউইনে টস জিতে পাকিস্তানের ওই দলই ৪ উইকেটে ২২৭ রানের বিশাল সংগ্রহ তোলে।

ওপেনিং জুটিতে খাজা নাফি ও ইয়াসির খান ১১৮ রান যোগ করেন। দু’জনই ফিফটি তুলে নেন। তিনে নামা ব্যাটার আব্দুস সামাদও পঞ্চাশ ছাড়ানো ইনিংস খেলেন। চিটাগং কিংসের হয়ে বিপিএল মাতিয়ে যাওয়া ২৩ বছর বয়সী নাফি ৩১ বলে ৬১ রানের ইনিংস খেলেন। আটটি চার ও দুটি ছক্কা মারেন তিনি। ইয়াসির ৪০ বলে ৬০ রান যোগ করেন। তার ব্যাট থেকে সাত চার ও দুই ছক্কা আসে। আব্দুস সামাদ ২৭ বলে ৫৬ রানের হার না মানা ইনিংস খেলেন। তিনি একটি চার মারলেও ছক্কা তোলেন পাঁচটি। এছাড়া ইরফান খান ১২ বলে ২৫ রানের ইনিংস খেলেন।

জবাব দিতে নেমে ১৬.৫ ওভারে ১৪৮ রানে অলআউট হয়েছে বাংলাদেশ ‘এ’ দল। ওপেনার নাঈম শেখ (৫) শুরুতেই ফিরে যান। অন্য ওপেনার জিসান আলম ও তিনে নামা সাইফ হাসান ৮৬ রানের জুটি গড়ে ওই ধাক্কা সামাল দেন। পরেই উইকেট হারানোর মিছিলে নামে বাংলাদেশ। ওপেনার জিসান ১৭ বলে ৩৩ রান করে আউট হন। সাইফ ৩২ বলে ৫৭ রান করে আউট হন। তিনি পাঁচটি চার ও তিনটি ছক্কা মারেন। আফিফ হোসেন ৬ ও নুরুল হাসান ২২ রান করে সাজঘরে ফেরেন। পরে অঙ্কন (৬), মাহফুজুর রাব্বি (৩) ও মৃত্যুঞ্জয় (২) ব্যর্থ হলে অলআউটের লজ্জায় ডোবে বাংলাদেশ ‘এ’ দল।

 

বাংলাদেশের হয়ে খেলা বোলাররাও ছিলেন খরুচে। বাঁ-হাতি স্পিনার রাকিবুল হাসান ৪ ওভারে ৪৩ রান দিয়ে ১ উইকেট নেন। পেসার হাসান মাহমুদ ৪ ওভারে ৩৪ রান দিয়ে নেন ১ উইকেট। মৃত্যুঞ্জয় ৪ ওভারে ৩৯ ও রিপন মন্ডল ৪৫ রান দিয়ে উইকেট শূন্য ছিলেন। অন্য দিকে পাকিস্তানের শাস মাসুদ ৩০ ও ফয়সাল আকরাম ১৯ রান দিয়ে ৩টি করে উইকেট নেন। ওয়াসিম তুলে নেন ২ উইকেট।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আল বটর বাহিনী ধর্মকে বিক্রি করছে: আমিনুল হক

বগুড়ার কাহালুতে ভাতিজার ছুরিকাঘাতে চাচা আহত

রংপুরে শিল্প উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ কোর্সের সমাপনী 

নান্দনিক শহর গড়ার প্রত্যয় নারদ নদে আবর্জনা না ফেলার আহবান

রংপুরের তারাগঞ্জে যুবকের অজ্ঞান হওয়ার অভিনয়ে প্রাণ যায় দুই ব্যক্তির

বগুড়ার শেরপুরে দা দিয়ে ছাগল দুই ভাগ! নারী-শিশুকে হত্যার হুমকি