ভিডিও রবিবার, ২০ জুলাই ২০২৫

সিলেটে অবৈধভাবে পাথর উত্তোলনের সময় মাটিচাপায় শ্রমিক নিহত

সিলেটে অবৈধভাবে পাথর উত্তোলনের সময় মাটিচাপায় শ্রমিক নিহত

সিলেটের কোম্পানীগঞ্জে সংরক্ষিত এলাকায় অবৈধভাবে পাথর উত্তোলনের সময় মাটিচাপা পড়ে হাবিবুর রহমান (৩৫) নামে এক শ্রমিক নিহত হয়েছেন।

গতকাল শনিবার (১৯ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে ভোলাগঞ্জ রেলওয়ের রজ্জুপথ (রোপওয়ে) এলাকার সংরক্ষিত অংশে এ ঘটনা ঘটে।

নিহত হাবিবুর রহমান উপজেলার নতুন বালুরচর এলাকার আহমদাবাদ গ্রামের বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা যায়, হাবিবুর রহমান ঘটনার দিন রাতে ভোলাগঞ্জ রোপওয়ে এলাকার একটি গর্তে পাথর উত্তোলনের কাজ করছিলেন। একপর্যায়ে হঠাৎ করে গর্তের মধ্যে মাটিচাপা পড়েন তিনি। পরে সহকর্মীরা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে স্থানীয় একজন চিকিৎসকের কাছে নিয়ে যান। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন

এদিকে, মৃত্যুর বিষয়টি আইনশৃঙ্খলা বাহিনীর কাছে গোপন রেখে রাতেই দাফনের প্রস্তুতি নিচ্ছিলেন নিহতের পরিবার। খবর পেয়ে রাত সাড়ে ১১টার দিকে কোম্পানীগঞ্জ থানার পুলিশ মরদেহ উদ্ধার করে।

কোম্পানীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মোখলেছুর রহমান বলেন, নিহতের পরিবার দাবি করছে, হাবিবুর পানিতে ডুবে মারা গেছেন। তবে ঘটনাস্থল ও পরিস্থিতি পর্যালোচনা করে বিষয়টি সন্দেহজনক হওয়ায় মরদেহ উদ্ধার করে সুরতহাল করা হয়। মরদেহ ময়নাতদন্তের জন্য ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জয়পুুরহাটের পাঁচবিবিতে ৩৫ বছর পর প্রাণী সম্পদ বিভাগের জমি উদ্ধার

চাঁপাইনবাবঞ্জের সীমান্তের ওপারে গরু আনতে গিয়ে বাংলাদেশি নিখোঁজ

ভরা সভায় উপাচার্যের নাম ভুল, ছাত্রদল সভাপতির বক্তব্যে বিব্রত ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন

অন্তর্বর্তীকালীন সরকার নতুন ষড়যন্ত্রের ফাঁদে পা দিয়েছে : মাওলানা মামুনুল হক

বাংলাদেশের খেলা দেখতে মিরপুর স্টেডিয়ামে মির্জা ফখরুল ইসলাম

জয়পুরহাটের পাঁচবিবিতে যৌথ বাহিনীর অভিযানে অনুমোদন বিহীন ক্লিনিকে জরিমানা