উত্তরায় মর্মান্তিক বিমান দুর্ঘটনার খবর আন্তর্জাতিক গণমাধ্যমেও

রাজধানীর উত্তরায় বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে এখন পর্যন্ত ১৯ জন নিহত হওয়ার খবর আন্তর্জাতিক গণমাধ্যমেও ব্যাপকভাবে প্রকাশিত হয়েছে। সোমবার (২১ জুলাই) দুপুরে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনের ক্যানটিনের ছাদে বিমানটি বিধ্বস্ত হলে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। এতে আহত হয়েছেন অন্তত ৫০ জন।
এই ঘটনা নিয়ে প্রথমদিকে সংবাদ প্রকাশ করে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স। “কলেজ ক্যাম্পাসে বাংলাদেশ বিমানবাহিনীর বিমান বিধ্বস্ত” শিরোনামে তারা খবর প্রকাশ করে। শুরুতে তারা একজনের মৃত্যুর খবর জানালেও পরবর্তী আপডেটে নিহতের সংখ্যা ১৯ উল্লেখ করা হয়।
মার্কিন বার্তা সংস্থা এপি (Associated Press) “ঢাকায় বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান স্কুলে বিধ্বস্ত” শিরোনামে খবর প্রকাশ করে। তারাও প্রথমে একজনের মৃত্যুর তথ্য দিয়েছিল।
নিউজউইক (Newsweek) “স্কুল ক্যাম্পাসে বিমান বিধ্বস্ত” শিরোনামে এই দুর্ঘটনার খবর প্রকাশ করেছে।
মধ্যপ্রাচ্যভিত্তিক গালফ নিউজ, সিঙ্গাপুরভিত্তিক স্ট্রেইটস টাইমস, এবং হংকংয়ের সাউথ চায়না মর্নিং পোস্ট-এও উত্তরার এই দুর্ঘটনার খবর গুরুত্ব সহকারে প্রকাশ করা হয়েছে।
আরও পড়ুনপাকিস্তানি সংবাদমাধ্যম দ্য এক্সপ্রেস ট্রিবিউন “বাংলাদেশে প্রশিক্ষণ বিমান দুর্ঘটনা” শিরোনামে প্রতিবেদন প্রকাশ করেছে।
এছাড়া ভারতের প্রায় সব প্রধান গণমাধ্যম—এনডিটিভি, হিন্দুস্তান টাইমস, ডেকান হেরাল্ড, টাইমস অব ইন্ডিয়া প্রমুখ—উত্তরার এই ভয়াবহ দুর্ঘটনার সংবাদ প্রকাশ করেছে।
আন্তর্জাতিক বিভিন্ন মাধ্যমে সংবাদ প্রকাশের ফলে এই দুর্ঘটনা এখন শুধু দেশের নয়, বিশ্বজুড়ে আলোচনার বিষয় হয়ে উঠেছে। মানবিক এই বিপর্যয়ে গভীর শোক প্রকাশ করছে দেশ-বিদেশের বহু মানুষ।
মন্তব্য করুন