ভিডিও মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫

কুড়িগ্রামের উলিপুরে মসজিদের রেলিং ভেঙে মুসল্লির মৃত্যু 

কুড়িগ্রামের উলিপুরে মসজিদের রেলিং ভেঙে মুসল্লির মৃত্যু। প্রতীকী ছবি

উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি : কুড়িগ্রামের উলিপুরে মসজিদের ছাদের কার্নিস (রেলিং) ভেঙে আব্দুল মমিন (৬৮) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। গত শনিবার সন্ধ্যা ৭টায় উপজেলার পান্ডুল ইউনিয়নের আপুয়ার খাতা জামে মসজিদে এ ঘটনা ঘটে। আব্দুল মমিন ওই এলাকার মৃত রহিম উদ্দিনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, গত শনিবার মাগরিবের নামাজ আদায় করার জন্য আব্দুল মমিন মসজিদের ওজু খানায় ওজু শেষ করে মসজিদে প্রবেশের সময় আকস্মিকভাবে ছাদের ওপরের কার্নিস (রেলিং) তার ওপরে ভেঙে পড়ে। এ সময়  নামাজের মুসল্লিরা আব্দুল মমিনকে রেলিংয়ের নিচ থেকে বের করলে ততক্ষণে তিনি মারা যান।

কয়েকজন স্থানীয় বাসিন্দা জানান, বাড়ির পাশে মসজিদ হওয়ায় আব্দুল মমিন নিয়মিত এ মসজিদে নামাজ পড়তেন। গত শনিবার হঠাৎ মাগরিবের নামাজের সময় ওযু করে মসজিদে প্রবেশের সময় তার মাথার ওপর রেলিং ভেঙে পড়লে, ঘটনাস্থলেই মারা যান তিনি।

আরও পড়ুন

পরে স্বজনরা তার মরদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে যান। উলিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) জিল্লুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় পরিবারের লোকজনের কোনো অভিযোগ নেই।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মঙ্গলবারের এইচএসসি পরীক্ষা স্থগিত, জানালেন তথ্য উপদেষ্টা

এইচএসসি পরীক্ষা বর্জনের ঘোষণা বিভিন্ন কলেজের শিক্ষার্থীদের

জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানমালার সব আয়োজন তিন দিনের জন্য স্থগিত

না ফেরার দেশে শিক্ষক মাহেরীন

চাঁপাইনবাবগঞ্জের বিদ্যুৎস্পৃষ্টে এইচএসসি শিক্ষার্থীর মৃত্যু

জয়পুরহাটের আক্কেলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অনিয়মের অভিযোগে মানববন্ধন