ভিডিও মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫

ভোগান্তিতে এলাকাবাসী

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলা সদর থেকে শিলখুড়িগামী রাস্তার দুটি ব্রিজ ঝুঁকিপূর্ণ 

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলা সদর থেকে শিলখুড়িগামী রাস্তার দুটি ব্রিজ ঝুঁকিপূর্ণ 

ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি : কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলা সদর থেকে শিলখুড়িগামী রাস্তার দুটি ব্রিজ ঝুঁকিপূর্ণ। দুর্ঘটনা ঠেকাতে গ্রাম পুলিশ বসিয়ে মালামাল পারাপার করা হচ্ছে। এতে ভোগান্তিতে পড়েছে এলাকাবাসী।

জানা যায়, উপজেলা সদর থেকে শিলখুড়ি ইউনিয়নগামী রাস্তার দেবীবাড়ি নামকস্থানে স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ প্রায় ১৫ মিটার আরসিসি গার্ডার ব্রিজ নির্মাণ করেন। প্রায় ৫০ বছরের পুরানা ব্রিজটির নিচের অংশে দেখা দিয়েছে ফাটল। এর ফলে ব্রিজটি দেবে গিয়ে যানবাহন চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। জরুরী মালমাল পরিবহণে ব্রিজের একপাড়ে মালামাল নামিয়ে শ্রমিক দিয়ে ব্রিজের অপর পাড়ে নিয়ে অন্য গাড়িতে লোড করা হচ্ছে।

মালামাল বোঝাই যানবাহন যাতে পারাপার না হতে পারে এজন্য ব্রিজের দু’পাশে দু’জন গ্রাম পুলিশ নিয়োগ দেয়া হয়েছে। শুধু তাই নয়, এই ব্রিজটির অদূরে আরো একটি ৩০ মিটার দৈর্ঘের ব্রিজেরও করুন অবস্থা। ব্রিজটি মাঝখানে দেখা দিয়েছে ফাটল। ফাটলে কাঠ বসিয়ে চলাচল উপযোগী রাখা হয়েছে। রেলিং ভেঙে গেছে অনেক আগেই।

আরও পড়ুন

শিলখুড়ি ইউপি চেয়ারম্যান আসাদুজ্জামান জানান, প্রায় ৫০ বছর আগে ব্রিজ দুটি নির্মাণ করা হয়েছে। দীর্ঘদিন আগে স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ ব্রিজ দুটিকে পরিত্যক্ত ঘোষণা করেছে। কিন্তু নতুন ব্রিজ নির্মাণের উদ্যোগ না নেয়ায় স্থানীয় জনসাধারণের ভোগান্তি বেড়েছে। তিনি জানান, এখানে ৪টি বিজিবি ক্যাম্প, ৩টি উচ্চ বিদ্যালয়, ১১টি প্রাথমিক বিদ্যালয় ও ২টি মাদ্রাসা রয়েছে। লোক সংখ্যা প্রায় ২৭ হাজার।

যানবাহন না চলায় এবং শিক্ষার্থীদের পারাপার ও মালামাল পরিবহণ করতে না পারায় ভীষণ অসুবিধার সৃষ্টি হয়েছে। উপজেলা প্রকৌশলী ইনছাফুল হক সরকার জানান, দীর্ঘদিন আগেই আমারা ব্রিজটি ঝুঁকিপূর্ণ ঘোষণা করেছি। জরুরী মালামাল পরিবহণের জন্য গ্রাম পুলিশ পাহারায় রাখা হয়েছে। যানবাহন চলাচল বন্ধ রয়েছে। নতুন ব্রিজ নির্মাণের জন্য উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মঙ্গলবারের এইচএসসি পরীক্ষা স্থগিত, জানালেন তথ্য উপদেষ্টা

এইচএসসি পরীক্ষা বর্জনের ঘোষণা বিভিন্ন কলেজের শিক্ষার্থীদের

জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানমালার সব আয়োজন তিন দিনের জন্য স্থগিত

না ফেরার দেশে শিক্ষক মাহেরীন

চাঁপাইনবাবগঞ্জের বিদ্যুৎস্পৃষ্টে এইচএসসি শিক্ষার্থীর মৃত্যু

জয়পুরহাটের আক্কেলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অনিয়মের অভিযোগে মানববন্ধন