চাঁপাইনবাবগঞ্জের ব্যবসায়ীর হালখাতার ১১ লাখ টাকা ছিনতাই, দু’জন গ্রেফতার

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার বিনোদপুর বাজারের কীটনাশক ব্যবসায়ী এবং বিকাশ এজেন্ট বাবর আলী (৪৩) নামের এক ব্যক্তির কীটনাশক ব্যবসার হালখাতার ১১ লাখ টাকা ও হিসাবের খাতাসহ একটি ব্যাগ ছিনিয়ে নেয়ার ঘটনায় দু’জন গ্রেফতার হয়েছে। তবে টাকা ও হিসাবের খাতা উদ্ধার হয়নি।
গ্রেফতারকৃতরা হলো, বিনোদপুর ইউনিয়নের লছমনপুর চামাটোলা গ্রামের একরামুল হকের ছেলে কাইয়ুম (৩৫) এবং খোন্দা মাস্তানবাজার এলাকার সাত্তার আলীর ছেলে বাবু ওরফে মন্ত্রী বাবু (২৬)। গত শনিবার রাত সোয়া ১১টায় ঘটনার পর আজ সোমবার (২১ জুলাই) দুপুর সোয়া ২টায় বিনোদপুরে পৃথক অভিযানে তাদের গ্রেফতার করে শিবগঞ্জ থানা পুলিশ। ব্যবসায়ী বাবর বিনোদপুরের সাধারীটোলা গ্রামের গাজীউর রহমানের ছেলে।
চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার ওয়াসিম ফিরোজ বলেন, হালখাতা শেষে হেঁটে বাড়ি ফেরার পথে সাথে থাকা ১১ লাখ টাকা ও হালখাতার হিসাবের খাতাসহ ব্যবসায়ী বাবরের একটি ব্যাগ ছিনতাই হয়। বিনোদপুর উচ্চ বিদ্যালয়ের সামনে একটি মোটরসাইকেল যোগে আসা ৩ জন ছিনতাইকারী ব্যবসায়ীর মাথায় লোহার রড দিয়ে আঘাত করে রক্তাক্ত করে ব্যাগটি কেড়ে নিয়ে যায়।
আরও পড়ুনতার চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে। এ ব্যাপারে ব্যবসায়ী গত রোববার থানায় অভিযোগ দেন। এরপর পুলিশের তৎপরতায় দুই ছিনতাইকারী গ্রেফতার হয়।
শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলম কিবরিয়া বলেন, বাদি গ্রেফতারকৃতদের শনাক্ত করেছেন। ঘটনায় জড়িত অপর একজনকে গ্রেফতারের অভিযান চলছে। গ্রেফতার কাইয়ুমের বিরুদ্ধে পূর্বের ২টি ও বাবুর বিরুদ্ধে ১টি মামলা রয়েছে। ছিনতাইয়ের ঘটনায় মামলার বিষয়টি প্রক্রিয়াধীন বলেও জানান ওসি।
মন্তব্য করুন