ভিডিও বুধবার, ২৩ জুলাই ২০২৫

সচিবালয়ের সামনে লাঠিচার্জ, আহত ৭৫ জনকে নেওয়া হয়েছে ঢামেকে

সচিবালয়ের সামনে লাঠিচার্জ, আহত ৭৫ জনকে নেওয়া হয়েছে ঢামেকে

শিক্ষা উপদেষ্টা ও শিক্ষাসচিবের পদত্যাগের দাবিতে সচিবালয়ের প্রধান ফটকের সামনে বিক্ষোভকারী শিক্ষার্থীদের ওপর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর লাঠিপেটা ও কাঁদানে গ্যাস নিক্ষেপে আহত ৭৫ জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। 

আজ মঙ্গলবার (২২জুলাই) বিকেল পৌনে পাঁচটার দিকে আহতদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়েছে।

আহতরা হলেন- অজানা (২০), হাসান (১৮),সেরাতুল (২২),সাকিব (১৯),তানভীর (১৯)রিফাত (১৯),রিজন (২০),সামিয়া (১৮),সামির (১৯),তামিম (১৯),অজানা (১৮),ইমন (২০),সিয়াম (১৮),সাকিল (২০),মেহেদী (২০),সাদমান (১৮),মারুফ (২২),সাকিব (১৮),মাহিন (১৯) রোহান (২০),হাসিব (২০),মুগ্ধ (১৯),মাহিম (২০),হাসিব (১৯),সায়েম (১৮),অজানা (২০),জিদান (২০),নিহার (২০),রায়হান (২০),রোমান (১৮),প্রান্ত (১৯),নাহিদ (২০),অন্তু (২০),বিশাল (২০),ইমরান (২০),আহনাদ (১৮),মাহি (২০),নাঈম (১৮),সামি (১৮),স্বাধীন (২০),তাসিন (১৮),ইমরান (১৯),ধ্রুব (১৯),শান্ত (২০),তানিম(২০),আজহারুল (২০),তন্ময় (১৯),জিসান (১৯),রাসেকুন (২০),পারভেজ (২০),নাঈম (১৯),বিজয় (১৭),আসাদ (২০), নিহার (২০),নাফিজ (১৮),সাহিন (২০),কিশোর (১৮),তানভীর (১৮)

এ ছাড়াও রয়েছেন, ফারদিন (১৯),শাহরিয়ার (২০),অজানা (১৯),সাঞ্জু (১৯),রাইয়ান (১৯),কলি (১৯),আব্দুল খালেক (৬৫),হাসিব (১৮),সিনান (১৮),তাসফি (২২),মামুন (২০),রিফাত (১৮),আসাদ (২১),মাহিন (২০),আতিক (১৮),তানভীর (১৮),হাবিব হাসান (সাংবাদিক মানবজমিন) (২৪),কনা(২১),ইমন (১৯),ফাহাদ (১৮),ইয়াসিন আরাফাত শান্ত (২০),অজানা (১৯) ও শাকিল (২০)।

আরও পড়ুন

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, ‘আজ বিকেলের দিকে আহত অবস্থায় আনুমানিক ৭৫ জন শিক্ষার্থী ও একজন সাংবাদিককে জরুরি বিভাগে আনা হলে তাদের চিকিৎসার ব্যবস্থা করা হয়। আমরা বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানিয়েছি।’

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফ্যাসিবাদবিরোধী ঐক্যের প্রশ্নে সবাই একমত: আইন উপদেষ্টা

হাসপাতালে আহতদের দেখতে গেলেন বিমানবাহিনী প্রধান

বগুড়ার শাজাহানপুরে বহিরাগতদের মারপিটে গোহাইল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আহত

সিরাজগঞ্জে ৫০০ বছরের পুরানো জয়সাগর’ দিঘীটি ঐতিহ্য হারাচ্ছে

গাইবান্ধার গোবিন্দগঞ্জে যৌথবাহিনীর অভিযানে হ্যাকার চক্রের দুই সদস্য গ্রেফতার

বগুড়ায় তিন বছরে মাছের উৎপাদন বেড়েছে প্রায় ১ হাজার ২শ’ মেট্রিক টন