ভিডিও বুধবার, ০৬ আগস্ট ২০২৫

বগুড়ায় ৩০ মিনিটের যাত্রা বিরতি

বাংলাদেশকে একটা দুর্নীতিমুক্ত মানবিক সমাজ হিসেবে দেখতে চায় জামায়াত - ডা. শফিকুর রহমান

বাংলাদেশকে একটা দুর্নীতিমুক্ত মানবিক সমাজ হিসেবে দেখতে চায় জামায়াত - ডা. শফিকুর রহমান

পাবনা ও রংপুর জেলা প্রতিনিধি : বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, আমরা চাই বাংলাদেশ একটা দুর্নীতিমুক্ত মানবিক সমাজ হোক, যেখানে কোন বৈষম্য থাকবে না, জাত, ধর্ম, দল নির্বিশেষে সমস্ত মানুষ যেখানে নিরাপত্তা পাবে, সম্মানের সাথে বসবাস করবে, হিংসা-প্রতিহিংসা থাকবে না। জামায়াত একটা মজলুম দল বাংলাদেশ সাক্ষী, বিশ্ব সাক্ষী।

আজ মঙ্গলবার (২২ জুলাই) দুপুরে পাবনার ঈশ্বরদী উপজেলার চর মিরকামারি গ্রামের জামায়াত কর্মী মুস্তাফিজুর রহমান কলমের কবর জিয়ারত ও পরিবারের সাথে সাক্ষাত করে সাংবাদিকদের একথা বলেন তিনি। এসময় জামাতের আমির আওয়ামী লীগকে উদ্দেশ্য করে বলেন, দুর্দান্ত প্রতাপের পর ক্ষমতা ছেড়ে তারা চলে গেছেন, কিন্তু কারো বিরুদ্ধে আমরা কোন প্রতিশোধ নেইনি। তবে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তারা বিচার পাওয়া অধিকার রাখেন। তাদেরকে আমরা সহযোগিতা করবো এটা আমাদের অঙ্গীকার। এজন্যই আমরা বিচার চেয়েছি, সংস্কার চেয়েছি।

এর আগে সকালে খুলনার দাকোপ উপজেলা জামায়াতের আমির আবু সাঈদের কবর যিয়ারত করে হেলিকপ্টারযোগে পাবনার ঈশ্বরদীর স্টেডিয়াম মাঠে পৌঁছান। এরপর চর মিরকামারী গ্রামে জামায়াত কর্মীর কবর জিয়ারত ও তার পরিবারের সঙ্গে সাক্ষাত করেন। এছাড়াও গতকাল মাইলস্টোন স্কুল এন্ড কলেজে নিহতদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়।

এরপর তিনি পার্শ্ববর্তী আলহাজ টেক্সটাইল উচ্চ বিদ্যালয় মাঠে নিহতের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠানে যোগদান করেন। সেখানে প্রধান অতিথির বক্তব্যে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেন, যেখানে দুর্নীতি সেখানেই প্রতিবাদ করা হবে। যতদিন দেশের মানুষের মুক্তি না মিলবে ততদিন লড়াই চলবে। পিছনের জালিম ও সামনের জালিম যতই শক্তিশালী হোক জামায়াত তার চেয়েও বেশি শক্তিশালী হবে। এই সংগঠন কোন জালিমকে ভয় করেনা।

অনিয়ম-দুর্নীতি ও অবিচারের বিরুদ্ধে লড়তে নেতাকর্মীদের প্রস্তুতত থাকতে হবে উল্লেখ করে তিনি বলেন, একটি মেসেজ নিয়ে আসছি সেটা হলো ঢাকার মাইলস্টোন স্কুল এন্ড কলেজে ২৭ জন নিহত, এটা বিশ্বাস করি না, এর চেয়ে বেশি সংখ্যা হবে। আমরা দোয়া করি তারা যেন জান্নাতবাসী হয়। নিহতদের পরিবার ও আহতদের পাশে আমরা সংগঠন হিসেবে সর্বাত্মক সহযোগিতা অব্যাহত থাকবে। অর্থ, রক্ত যা যা লাগবে আমাদের সহকর্মীরা দিবে।’

পাবনা জেলা জামায়াতের আমির অধ্যাপক আবু তালেব মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান, মাওলানা আব্দুর রহিম, নায়েবে আমির মাওলানা জহুরুল ইসলাম খান, সেক্রেটারি আব্দুল গাফ্ফার খান, সহকারী সেক্রেটারি আবু সালেহ আব্দুল্লাহ প্রমুখ।

আরও পড়ুন

আমাদের রংপুর জেলা প্রতিনিধি জানিয়েছন, আজ মঙ্গলবার (২২ জুলাই) বিকেলে রংপুর সদর উপজেলার মমিনপুরে ঢাকাতে জামায়াতের জাতীয় সমাবেশে মৃত্যুবরণকারী শাহ আলমের কবর জিয়ারত করেন জামায়াতের আমির ডা. শফিকুর রহমান। কবর জিয়ারত শেষে পরিবারের সাথে সাক্ষাৎ করেন। এসময় উপস্থিত ছিলেন, জামায়াতের সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক মিয়া গোলাম পরওয়ারসহ দলের কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা।

এর আগে জামায়াতের আমির ডা. শফিকুর রহমানকে বহনকারী হেলিকপ্টার রংপুরের মমিনপুর উচ্চ বিদ্যালয় মাঠে অবতরণ করেন। এদিকে জামায়াত আমির ডা. শফিকুর রহমান পাবনা থেকে রংপুর যাওয়ার পথে বিকেলে বগুড়ায় যাত্রা বিরতি করেন। ঢাকার মহাসমাবেশ থেকে ফেরার পথে দুর্ঘটনায় নিহত জামায়াত নেতার পরিবারের সাথে সাক্ষাত শেষে রংপুরের আরেক জামায়াত নেতার শোকার্ত পরিবারের সাথে সাক্ষাত করতে যাওয়ার পথে তিনি বগুড়ায় যাত্রা বিরতি করেন।

এদিনে বিকেলে হোটেল মম ইনের হেলিপ্যাডে তাকে বহনকারী হেলিকপ্টার অবতরণ করলে জামায়াতের স্থানীয় নেতৃবৃন্দ তাকে স্বাগত জানান। বগুড়া জেলা জামায়াতের আমির অধ্যক্ষ মাওলানা আব্দুল হক সরকার, শহর আমির অধ্যক্ষ আবিদুর রহমান সোহেল, শহর সেক্রেটারি অধ্যাপক আ স ম আব্দুল মালেক, বগুড়া-৩ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী নূর মোহাম্মদ আবু তাহের, বগুড়া-৪ আসনের প্রার্থী ড. মোস্তফা ফয়সাল পারভেজ, ব্যবসায়ী নেতা সেলিম রেজাসহ জামায়াত ও শিবিরের নেতৃবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।

আমিরে জামায়াত হেলিকপ্টর থেকে নেমে সেখানে উপস্থিত সাধারণ মানুষের সাথে কুশল বিনিময় করেন। এসময় শিশুরা তাকে ফুল দিয়ে বরণ করে নেয়। সেই সাথে টিএমএসএস’র নির্বাহী পরিচালক ড. হোসনে আরা বেগমও জামায়াত আমিরকে অভ্যর্থনা জানান।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ার ধুনটে পাকা সড়ক ভেঙে নদীতে বিলীন, চলাচলে চরম দুর্ভোগ

নীলফামারীর কিশোরগঞ্জে ৫০ হাজার বৃক্ষ রোপণ 

চাঁপাইনবাবগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ককটেল বিস্ফেরণ, আহত ১

রংপুরের কাউনিয়ার হারাগাছে অটোরিকশার ধাক্কায় শিশু শিক্ষার্থীর মৃত্যু

কুড়িগ্রামের রাজিবপুরে সাপের কামড়ে প্রাণ গেলো যুবকের

দিনাজপুরের খানসামায় হামলায় আহত বিএনপি নেতা বীর মুক্তিযোদ্ধা শরীফ উদ্দিনের মৃত্যু