অবশেষে এসিসি সভায় যোগ দিচ্ছে ভারত

স্পোর্টস ডেস্ক : চলতি বছরের এশিয়া কাপের আয়োজক ভারত। তার পূর্বে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) বার্ষিক সাধারণ সভার (এজিএম) ভেন্যু হিসেবে চূড়ান্ত ছিল বাংলাদেশের নাম। কিন্তু ভারত হঠাৎ দাবি করে, বাংলাদেশ থেকে এসিসি’র সভা সরিয়ে নিতে হবে, তা না হলে তারা সভায় অংশগ্রহণ করবে না। এমনকি শ্রীলঙ্কা ও আফগানিস্তানের মতো দেশগুলোকেও নিজেদের সিদ্ধান্তের পক্ষে নিয়ে যায় ভারত।
কিন্তু ভারতের দাবিকে মোটেও গ্রাহ্য করেননি এসিসি’র প্রেসিডেন্ট মহসিন নকভি। সময়মতো বাংলাদেশেই সভা করার পক্ষে অটল থাকেন বর্তমানে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যানের দায়িত্ব পালন করা নকভি। এসিসি প্রেসিডেন্টের দৃঢ়তায় অবশেষে সিদ্ধান্ত বদলাতে বাধ্য হয়েছে ভারতই। সভার একদিন আগে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) জানিয়েছে, তারা সভায় যোগ দিচ্ছে। কয়েকটি ভারতীয় গণমাধ্যম এ তথ্য জানিয়েছে। বিসিবিআইয়ের পক্ষ থেকে সভায় অংশ নিচ্ছেন রাজিব শুক্লা। তবে ঢাকায় এসে সশরীরে সভায় অংশ নেবেন না তিনি, যুক্ত হবেন অনলাইনে। জানা গেছে, ভিসা জটিলতার কারণেই এমন উদ্যোগ নিয়েছেন তিনি।
শুরুতে আফগানিস্তান ও ওমান সভায় অংশ নাও নিতে পারে বলে গুঞ্জন উঠলেও শেষ পর্যন্ত দেশ দুটি সরাসরিই অংশ নিচ্ছে। তবে এখনও নিশ্চিত নয় শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি) সরাসরি উপস্থিত থাকবে কিনা। অন্যদিকে ভারতের মতো নেপালও ভার্চুয়ালি অংশ নেবে। ভারত-পাকিস্তান যুদ্ধের পর অনিশ্চিত হয়ে পড়েছিল এবারের এশিয়া কাপ। যে কারণে আগামী সেপ্টেম্বরে এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও এখন পর্যন্ত সূচি ঘোষণা করা হয়নি। আজ বৃহস্পতিবার ঢাকার এক হোটেলে শুরু হতে যাওয়া এসিসি সভায় সেই সূচি চূড়ান্ত হতে পারে।
আরও পড়ুনভারত আট-দলীয় টুর্নামেন্টের আয়োজক হলেও ম্যাচগুলো সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এবারই প্রথম বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) উচ্চ পর্যায়ের এসিসি সভার আয়োজক হচ্ছে।
মন্তব্য করুন