চট্টগ্রামে তিনটি আইকনিক ভবন করবে এনবিআর

চট্টগ্রামে তিন আইকনিক ভবন করার কথা জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. আবদুর রহমান খান।
আজ শুক্রবার (২৫ জুলাই) দুপুরে চট্টগ্রাম কাস্টমস হাউসের সম্মেলনে কক্ষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।
তিনি বলেন, চট্টগ্রামে আমরা তিনটি আইকনিক ভবন করার প্ল্যান নিয়েছি। একটি কাস্টমস হাউস হবে। এটি অত্যন্ত নান্দনিক হবে। এটির ডিজাইন চূড়ান্ত হয়ে গেছে। তারপরও প্রধান উপদেষ্টাকে এই ডিজাইনগুলো দেখাবো। কাস্টমস অ্যাকাডেমি ও কর ভবন করা হবে৷ কর ভবন আগ্রাবাদে করা হবে।
আরও পড়ুনতিনি আরও বলেন, যেহেতু কাস্টমস হাউস করতে হলে পুরনো ভবন ভাঙতে হবে। তাহলে কাস্টমস হাউসের অ্যাকোমোডেশন কী হবে, সেজন্য আমরা করেয়কটি জায়গা ভিজিট করেছি। আগ্রাবাদের ওয়ার্ল্ড ট্রেড সেন্টার এরিয়া দেখেছি। আমাদের ব্যবসায়ীদের অধিকাংশ আগ্রাবাদ এরিয়ায়। যতদিন কনস্ট্রাকশন কাজ না হয় ততদিন ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে কাস্টমস হাউস শিফট হবে। আমার হয় এতে সবার জন্য ভালো হবে।
মন্তব্য করুন