মাইলস্টোন ট্রাজেডি : লাশ হয়ে ফিরেছে নিখোঁজ সেই আফিয়া

‘যেকোনো ভাবে আমার ভাগ্নি আফিয়ার শেষ সন্ধান চাই,অন্তত তার শেষ দেহাবশেষ আমার বোনের কাছে ফিরিয়ে দিন- এভাবেই কান্না জরিত কন্ঠে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের দিন গণমাধ্যমে বলছিলেন মারিয়াম উম্মে আফিয়ার মামা ।
রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনার পর পরিবারের স্বজনরা খুঁজছিলো
মারিয়াম উম্মে আফিয়াকে । তার পুড়ে যাওয়া ব্যাগ ও খাতা পেলেও সন্ধান মিলছিলো না আফিয়ার।
পরে এ ঘটনায় বিকৃত হয়ে যাওয়া পাঁচ মরদেহের পরিচয় শনাক্ত করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ফরেনসিক ডিএনএ ল্যাব। যার মধ্যে একটি নমুনা থেকে একজন নারীর ডিএনএ প্রোফাইল পাওয়া যায়। যার দাবিদার আব্দুল কাদির ও উম্মে তামিমা আক্তার দম্পতির কন্যাসন্তান মারিয়াম উম্মে আফিয়ার প্রমাণিত হয়।
বৃহস্পতিবার বিকেলে এ তথ্য জানান সিআইডির বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) জসীম উদ্দিন খান। তিনি বলেন, মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের পরদিন ২২ জুলাই ঢাকা সিএমএইচে রক্ষিত অশনাক্ত মরদেহ ও দেহাংশ থেকে মোট ১১টি ডিএনএ নমুনা সংগ্রহ করেন সিআইডির ডিএনএ ল্যাবের সদস্যরা। এই নমুনাগুলো বিশ্লেষণ করে মোট পাঁচজন নারীর ডিএনএ প্রোফাইল পাওয়া যায়।
আরও পড়ুনসংগৃহীত নমুনা থেকে প্রস্তুত প্রোফাইল ও ঘটনার পর থেকে ২৩ জুলাই পর্যন্ত পাঁচটি পরিবারের মোট ১১ জন সদস্যের প্রোফাইল বিশ্লেষণ করে পাঁচটি মরদেহের পরিচয় নিশ্চিত হওয়া গেছে।
আফিয়ার মামা দৈনিক করতোয়াকে জানান, তারা আফিয়ার মরদেহ বুঝে পাওয়ার পর তাকে নিজ বাসভবনের পাশে কবরস্থ করা হয়েছে ।
মন্তব্য করুন