সিরাজগঞ্জের তাড়াশে এসিল্যান্ড না থাকায় চরম ভোগান্তি

তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি : সিরাজগঞ্জের তাড়াশে প্রায় ৫ মাসেরও বেশি সময় ধরে সহকারী কমিশনার (ভূমি) না থাকায় চরম ভোগান্তিতে পড়েছে সেবা প্রার্থীরা। দীর্ঘদিন ধরে পদটি শূন্য থাকায় জমি কেনাবেচা, নামজারি, ভূমি উন্নয়ন করসহ বিভিন্ন কার্যক্রমে জটিলতায় পড়তে হচ্ছে ভূমি সেবা প্রার্থীদের। উপজেলা ভূূমি অফিস সূত্রে জানা গেছে, গত ফেব্র্রুয়ারি মাস থেকে ওই পদটি শূন্য রয়েছে।
এতে পদের অতিরিক্ত দায়িত্ব বর্তায় উপজেলা নির্বাহী অফিসারের উপর। ৫ মাসের ব্যবধানে উপজেলা নির্বাহী অফিসার পদে দুজন কর্মকর্তা বদলি হয়েছেন। এতে ভূমি অফিসের নামজারি, মিসকেস সহ নানা ধরনের কার্যক্রমে বিঘ্ন ঘটছে।
মো: ওয়াহেদুজ্জামান নামে একজন বলেন, এক মাস আগে নামজারির জন্য আবেদন করেছিলাম। কিন্তু এখনো কোনো অগ্রগতি হয়নি। এসিল্যান্ড না থাকায় এসব সেবা পেতে বিলম্ব হচ্ছে। তাড়াশ উপজেলার কয়েকজন দলিল লেখক জানান, উপজেলা ভূমি অফিসে এসিল্যান্ড না থাকায় বিভিন্ন সেবা পেতে তাদের বেগ পেতে হচ্ছে। জমি কেনা-বেচা নামজারি, বাটোয়ারা এবং খাজনা পরিশোধ ছাড়া জমি হস্তান্তর করা যায় না।
এসিল্যান্ড না থাকায় এসব কাজ অনেক সময় আটকে থাকে। নওগা ইউনিয়নের রেজাউল জানান, আমার মিস কেসের শুনানির জন্য এসে ছিলাম। সগুনা ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা জুবায়ের আহমেদ বলেন, কয়েক মাস ধরে এসিল্যান্ড না থাকায় নামজারি ও খাজনা খারিজের কাজে একটু সময় লাগছে। এতে সেবা গ্রহীতাদের ঠিকমতো সেবা পেতে কিছুটা দেরি হয়। এসি ল্যান্ড থাকলে আমাদের কাজ করাটা সহজতর হয়। সবাই দ্রুত মিউটেশন সেবা পাবে।
আরও পড়ুনতাড়াশ উপজেলার নির্বাহী অফিসার অফিসার নুসরাত জাহান বলেন, এসিল্যান্ড পদে পদায়ন করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অফিসিয়ালি জানানো হয়েছে। বর্তমানে ভূমি অফিসের সেবা কার্যক্রম যাতে ব্যাহত না হয় সেই অনুযায়ী নির্দেশনা প্রদান করা হয়েছে।
এ বিষয়ে জেলা প্রশাসক মো. নজরুল ইসলাম বলেন, অল্প দিন হলো তাড়াশ উপজেলায় নতুন উপজেলা নির্বাহী কর্মকর্তা যোগদান করেছেন। তাকে নামজারি, মিসকেসসহ অগ্রাধিকারমূলক কাজ দ্রুত নিষ্পত্তির কথা বলা হয়েছে।
মন্তব্য করুন