বগুড়ার শেরপুরে ইয়াবাসহ কারবারি গ্রেফতার

শেরপুর (বগুড়া) প্রতিনিধি : শেরপুরে ২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ খোকন আলী (৪০) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে শেরপুর থানা পুলিশ। সে সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ উপজেলার শিবপুর গ্রামের শুকুর আলীর ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, গতকাল বৃহষ্পতিবার দিবাগত রাত পৌনে ১ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে উপজেলার বিশালপুর ইউনিয়নের গোয়ালবিশ্বা দেওড়াপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার নিকট থেকে ওই পরিমাণ ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়েছে। গ্রেফতার খোকন আলীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়েছে।
আরও পড়ুনমন্তব্য করুন