ভিডিও রবিবার, ২৭ জুলাই ২০২৫

জয়পুরহাটের পাঁচবিবিতে সেতু নির্মাণে ধীরগতি চরম দুর্ভোগে এলাকাবাসী

জয়পুরহাটের পাঁচবিবিতে সেতু নির্মাণে ধীরগতি চরম দুর্ভোগে এলাকাবাসী। ছবি : দৈনিক করতোয়া

জয়পুরহাট জেলা প্রতিনিধি : আড়াই বছরেও শেষ হয়নি জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার শালপাড়া সড়কে ছোট যমুনা নদীর ওপর ৯০ মিটার দীর্ঘ মাকড়িতলা গার্ডার সেতুর নির্মাণ কাজ। ২০২৩ সালে সেতুটির নির্মাণ কাজ শুরু হলেও এ পর্যন্ত অর্ধেক কাজ সম্পন্ন হওয়ার পর কচ্ছপ গতিতে চলছে সেতুটির নির্মাণ কাজ।

জানা গেছে, গ্রামীণ সেতুর উন্নয়ন কর্মসূচির আওতায় বিশ্ব ব্যাংকের অর্থায়নে ২০২৩ সালের ১৫ জানুয়ারি জয়পুরহাটের পাঁচবিবি-শালপাড়া সড়কের বড়মানিক মাকড়িতলা ৯০ মিটার দীর্ঘ গার্ডার সেতুর নির্মাণ কাজ যৌথভাবে শুরু করে আইসিএল প্রাইভেট লিমিটেড ও এমডি সোহেল নামের একটি ঠিকাদারী প্রতিষ্ঠান। যার চুক্তি মূল্য ৮ কোটি ৫৭ লাখ ১১ হাজার ৭৭২ টাকা।

দরপত্র অনুযায়ী কাজটি শেষ হওয়ার কথা এ বছরের ৮ জুলাই। প্রথমে বেশ জোরে শোরেই কাজ শুরু করে এর ঠিকাদার। সেতুটি ভেঙ্গে ফেলার পর মানুষের চলাচলের জন্য দক্ষিণ পাশে বিকল্প কাঠের সেতু নির্মাণ করা হয়। বিকল্প সেতুটি মুল সড়ক থেকে অন্তত  ৮ থেকে ১০ ফুট ঢালু । তারপরও জীবনের ঝুঁকি নিয়েই চলাচল করছে ছোট যানবাহন ও সাধারণ মানুষ।

কিন্তু বিগত আড়াই বছরেও মুল সেতুর কাজ শেষ না হওয়ায় চলাচলের চাপে নড়বড়ে হয়ে পড়েছে বিকল্প সেতুটি। বর্ষা মৌসুমে নদীতে পানি বেশি থাকায় স্রোতের চাপে কয়েকটি খুঁটি ক্ষতিগ্রস্থ হওয়ায় জায়গায় জায়গায় দেবে গেছে সেতুটির ওপরের কাঠের পাটাতন। আবার যানবাহন ও মানুষের ভাড় সইতে না পেরে পুরো বিকল্প সেতুটি বাঁকা হয়ে গেছে। সড়ক থেকে সেতুতে নামতে গিয়ে যানবাহনের ব্রেক ফেল করে প্রায় ঘটছে দুর্ঘটনা।

আরও পড়ুন

পাঁচবিবির ধরঞ্জী পলাশগড় গ্রামের পথচারী মোয়াজ্জেম সরকার বলেন,সেতুটির জন্য আমাদের দুর্ভোগের শেষ নেই। দীর্ঘ সময় থেেেক আমরা কষ্ট করছি। কিন্তু সেতুর কাজতো এগুচ্ছে না। ইদানিং মাঝে মধ্যে দু-একজন শ্রমিককে কাজ করতে দেখি। আবার ১৫ দিন বন্ধ থাকে। অথচ সেতুটির কাজ যখন শুরু হয়,তখন কিন্তু অনেক নির্মাণ শ্রমিককে কাজ করতে দেখেছি। গত বছরের ৫ আগষ্টে সরকার পরিবর্তনের পর থেকে কচ্ছপ গতিতে চলছে এর নির্মাণ কাজ।

ঠিকাদারের প্রতিনিধি জিল্লুর রহমান বলেন, সেতুটির নির্মাণ কাজ বন্ধ নয় চলমান আছে। যেহেতু এটি গার্ডার সেতু, সেহেতু একটা ঢালাই শেষ করে আর একটি ঢালাই দিতে গেলে বেশ সময় লাগে। এ জন্য সময় কিছুটা বেশি লাগছে। তবে সবকিছু ঠিকঠাক থাকলে আগামি ডিসেম্বরের মধ্যেই এর কাজ শেষ করা হবে।

এলজিইডির পাঁচবিবি উপজেলা প্রকৌশলী মোবারক হোসেন বলেন, ৯০ মিটার দীর্ঘ একটি সেতু নির্মাণ করতে সময় বেশি লাগাই স্বাভাবিক। তাছাড়া সেতুটির কাজ শুরুর পর পাঁচবিবিতে দুটি স্থানীয় নির্বাচন এবং ম্যাটেরিয়াল স্বল্পতার কারণে নির্মাণ কাজে বিলম্ব ঘটেছে। এজন্য স্থানীয়ভাবে দুর্ভোগ হলেও এটি সাময়িক। বর্তমানে কাজ চলমান আছে। আশা করছি দ্রুত সময়ের মধ্যেই এর নির্মাণ কাজ শেষ হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দগ্ধদের দেখতে বার্ন ইনস্টিটিউটে প্রধান উপদেষ্টা

রংপুরের বদরগঞ্জে সেনাবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ দেশীয় মদসহ আটক ১

বগুড়ার দুপচাঁচিয়ায় শিশু ও নারী নির্যাতন মামলার আসামিসহ গ্রেফতার ২

মুজিববাদি সংবিধানকে গত জুলাইয়ে আমরা কবর দিয়েছি : বগুড়ায় জুলাই সমাবেশে জাহিদ আহসান

ফ্যাসিস্ট ও খুনীদের বিচার না হওয়া পর্যন্ত কোনো নির্বাচন হবে না : গোলাম রব্বানী

বগুড়া মহিলা ডিগ্রি কলেজে পরিচিতি সভায় সাবেক এমপি লালু