ভিডিও রবিবার, ২৭ জুলাই ২০২৫

বগুড়াসহ উত্তরাঞ্চলে জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে লাখো কন্ঠে শপথ পাঠ

বগুড়াসহ উত্তরাঞ্চলে জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে লাখো কন্ঠে শপথ পাঠ

করতোয়া ডেস্ক : জুলাই পুনর্জাগরণে সমাজগঠনে লাখো কন্ঠে শপথ পাঠ অনুষ্ঠান (ভার্চুয়াল) আজ শনিবার (২৬ জুলাই) সারাদেশে অনুষ্ঠিত হয়েছে। বগুড়ার বিভিন্ন উপজেলাসহ উত্তরাঞ্চলের প্রতিনিধিদের পাঠানো তথ্যে জুলাই পুনর্জাগরণের সংবাদ।

শেরপুর (বগুড়া) : শেরপুর উপজেলা প্রশাসন, সমাজসেবা অধিদপ্তর ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে জুলাই পুনর্জাগরণে সমাজগঠনে লাখো কন্ঠে শপথ পাঠ অনুষ্ঠান (ভার্চুয়াল) সামাজিক নিরাপত্তা, নারী ও শিশুর সুরক্ষা এবং সাম্যতার মানবিক দর্শন বিষয়ক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদের মিলনায়তনে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার আশিক খান।

উপজেলা সমাজসেবা অফিসার ওবায়দুল হকের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন মাধ্যমিক শিক্ষা অফিসার নজরুল ইসলাম, মহিলা বিষয়ক কর্মকর্তা রেবেকা সুলতানা, শাহ-বন্দেগী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাওলানা কাজী আবুল কালাম আজাদ, সাপ্তাহিক বিজয় বাংলার সম্পাদক আকরাম হোসাইন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি নাইমুল ইসলাম, অয়ন, নারী উদ্যোক্তা মর্জিনা বেগম, মাওলানা মতিয়ার রহমান লিটন প্রমুখ।

কাহালু (বগুড়া) : কাহালুতে জুলাই পুনর্জাগরণে সারা দেশের সাথে একযোগে লাখো কন্ঠে শপথ পাঠ অনুষ্ঠিত হয়েছে। সকালে কাহালু উপজেলা অডিটোরিয়াম হলে উপজেলা প্রশাসন,সমাজসেবা ও মহিলা বিষয়ক অধিদপ্তরের যৌথ উদ্যোগে ভার্চুয়ালি ঢাকায় অনুষ্ঠিত মূল অনুষ্ঠানের সাথে এ শপথ অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. কাওছার হাবীব।

উপজেলা সমাজসেবা অফিসার মো. আবিদুর রহমান আবিরের সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা.মো.এনাম আহমেদ,উপজেলা যুব উন্নয়ন অফিসার গোলাম মোর্শেদ,উপজেলা পল্লী উন্নয়ন অফিসার রেজাউল করিম,উপজেলা ক্ষুদ্র কৃষক উন্নয়ন ফাউন্ডেশন অফিসার রায়হান ইসলাম প্রমুখ। অনুষ্ঠানে সামাজিক নিরাপত্তা, নারী ও শিশুর সুরক্ষা এবং সাম্যতার মানবিক দর্শণ বিষয়ক আলোচনা শেষে  সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

দুপচাঁচিয়া (বগুড়া) : উপজেলা প্রশাসন উপজেলা সমাজ সেবা ও উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে শপথ পাঠ অনুষ্ঠান অনুষ্টিত হয়েছে। পৌরসভা মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার শাহরুখ খানের সভাপতিত্বে ও উপজেলা সমাজ সেবা কর্মকর্তা ফিরোজ শাহের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন পুলিশ পরিদর্শক (তদন্ত) নাসিরুল ইসলাম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা খালেদা ইয়াছমিন, উপজেলা বিএনপি’র সভাপতি মনিরুল ইসলাম খান স্বপন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি আব্দুল্লাহ আল নোমান, সাহিদা প্রমুখ। অনুষ্ঠানের পূর্বে কেন্দ্রিয়ভাবে ভার্চুয়ালে অতিথি সহ উপস্থিত সকলে শপথবাক্য পাঠে অংশগ্রহন করেন।

আরও পড়ুন

সারিয়াকান্দি (বগুড়া) : উপজেলা পরিষদের হলরুমে শপথ গ্রহণ শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহরিয়ার রহমান। এ সময় উপস্থিত ছিলেন, সারিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জামিরুল ইসলাম, উপজেলা মৎস্য কর্মকর্তা মুর্শিদা খাতুন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আব্দুল আলিম, পৌর বিএনপির সভাপতি শাহাদৎ হোসেন সনি, সহ সভাপতি লাল মাহমুদ প্রমুখ। সভায় বক্তব্য রাখেন, আহত জুলাই যোদ্ধা লিপি বেগম, নয়ন প্রামানিক, জুলফিকার রহমান প্রমুখ।

ধুনট (বগুড়া) : ধুুুনট উপজেলা প্রশাসন, সমাজসেবা কার্যালয় ও মহিলা বিষয়ক কার্যালয়ের আয়োজনে জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে লাখো কন্ঠে শপথ পাঠ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ভার্চুয়ালী শপথ বাক্য পাঠ করান সমাজ কল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রনালয়ের উপদেষ্টা শারমীন এস. মুরশিদ। সকাল ১০টায় ধুনট উপজেলা পরিষদের ইছামতি হলরুমে এ শপথ পাঠ শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বক্তব্য রাখেন ধুনট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খৃষ্টফার হিমেল রিছিল। আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন ধুনট উপজেলা সমাজ সেবা কর্মকর্তা আব্দুল্লাহ আল কাফী, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাহিদা সুলতানা ও প্রশিক্ষণ কর্মকর্তা আনোয়ারা বেগম।

ক্ষেতলাল (জয়পুরহাট) : ক্ষেতলাল উপজেলা সমাজসেবা অধিদপ্তরের আয়োজনে সকাল সাড়ে নয়টায় উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা সমাজসেবা অফিসার মোয়াজ্জেম হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার আসিফ আল জিনাত। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা লায়লা নাসরিন জাহান, বড়াইল ইউপি প্যানেল চেয়ারম্যান মাহফুজার রহমান বাবু, পৌর বিএনপির সাধারণ সম্পাদক সহকারী অধ্যাপক নাফেউল হাদী মিঠু, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক তৈবুর রহমান, পৌর জামায়াতের বায়তুলমাল বিষয়ক সেক্রেটারি আব্দুল কুদ্দুস, পৌর জামায়াতের রাজনৈতিক সেক্রেটারি এহতেশানুল হক স্বয়ন, উপজেলা এনসিপি আহবায়ক জোবায়ের রহমান শাহিন, ছাত্র প্রতিনিধি শাহিনুর আলম, ক্ষেতলাল শিশু নিকেতন এর প্রধান শিক্ষক আজিজার রহমান, ক্ষেতলালে ডায়াবেটিক সমিতির কো-অর্ডিনেটর আজিজুল হক প্রমুখ।

জয়পুরহাট জেলা : কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে পূর্ণজাগরণে সমাজ গঠনে লাখো কণ্ঠে শপথ পাঠ অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (২৬ জুলাই) সকালে শহরের জেলা শিল্পকলা একাডেমির অডিটোরিয়ামে জেলা প্রশাসক আফরোজা আক্তার চৌধুরীর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক সবুর আলী, অতিরিক্ত পুলিশ সুপার জিন্নাত আল মামুন, জেলা বিএনপির আহ্বায়ক গোলজার হোসেন, এনসিপির জেলা যুগ্ম সমন্বয়কারী ওমর আলী বাবু, জেলা সমাজ সেবা কার্যালয়ের উপ-পরিচালক ইমাম হাসিম, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের  উপ-পরিচালক  লাইমন নাহার, জয়পুরহাট জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক সরদার রাশেদ মোবারক বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র প্রতিনিধি জিসান আহমেদসহ জেলার সরকারি-বেসরকারি কর্মকর্তা ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তারেক-বাবরের খালাসের বিরুদ্ধে আপিল শুনানি আজ

গোপালগঞ্জে সংঘর্ষে নিহতের ঘটনার আরও এক হত্যা মামলা 

‘বিচার, সংস্কার, নির্বাচন এই মুহূর্তে বাংলাদেশের সবচেয়ে বড় স্বার্থ’

রাজনৈতিক ব্যবস্থা ছাড়া উন্নয়ন সম্ভব নয় : অর্থ উপদেষ্টা 

আরও ২ সমন্বয়ককে তুলে নিয়ে যায় ডিবি

দগ্ধদের দেখতে বার্ন ইনস্টিটিউটে প্রধান উপদেষ্টা