ডেভিডের দ্রুততম সেঞ্চুরিতে ক্যারিবিয়দের হারিয়ে সিরিজ অস্ট্রেলিয়ার

স্পোর্টস ডেস্ক : বিফলে গেলো শাই হোপের প্রথম টি-টোয়েন্টি সেঞ্চুরি। টিম ডেভিডের ব্যাটিং তাণ্ডবে চাপা পড়লো তার দারুণ ইনিংস। কাকতালীয় ব্যাপার, দুই ব্যাটারই সমান রানে অপরাজিত ছিলেন। তবে সিঙ্গাপুরের সাবেক ব্যাটারের রেকর্ড গড়া বিধ্বংসী সেঞ্চুরিতে অস্ট্রেলিয়া ২৩ বল হাতে রেখে ৬ উইকেটে জিতলো। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই ম্যাচ হাতে রেখে ৩-০ তে টি-টোয়েন্টি সিরিজ জিতলো তারা।
শুক্রবার সেন্ট কিটসের ওয়ার্নার পার্কে ব্যাটারদের তাণ্ডব চলেছে। হোপ ও ব্র্যান্ডন কিংয়ের শতক ছাড়ানো ওপেনিং জুটিতে ওয়েস্ট ইন্ডিজ ৪ উইকেটে ২১৪ রানের বড় সংগ্রহ করে। কিন্তু সেই রান তাদের জেতার জন্য যথেষ্ট ছিল না। অস্ট্রেলিয়ার দ্রুততম হাফ সেঞ্চুরি ও সেঞ্চুরিতে ডেভিড হলেন নায়ক। ১৬.১ ওভারে ৪ উইকেটে ২১৫ রান করে সফরকারীরা।
আগে ব্যাটিংয়ে নেমে ওয়েস্ট ইন্ডিজ ওপেনিং জুটিতে ১২৫ রান তোলে। কিং ৩৬ বলে ৩ চার ও ৬ ছয়ে ৬২ রানে থামেন। এই জুটি ভাঙার পর অন্য ব্যাটারদের কাছ থেকে তেমন সমর্থন না পেলেও হোপ ছিলেন আগ্রাসী। ৫৫ বলে ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি করেন তিনি। ৫৭ বলে ৮ চার ও ৬ ছয়ে সাজানো ছিল ১০২ রানের অপরাজিত ইনিংস। অধিনায়কের দুর্দান্ত ইনিংসের পর অস্ট্রেলিয়াকে শুরুতে বড় ধাক্কা দেয় ওয়েস্ট ইন্ডিজ। পাওয়ার প্লের মধ্যে ৬১ রানে ৩ উইকেট হারায় সফরকারীরা। তারপর ক্রিজে নামেন ডেভিড। নবম ওভারে ক্যামেরন গ্রিন ফিরে গেলে বিপদের আশঙ্কায় পড়ে অস্ট্রেলিয়া। ৮৭ রানে চার উইকেট পড়ার পর শুরু হয় ডেভিডের তাণ্ডব।
আরও পড়ুন১৬ বলে ৩ চার ও ৬ ছয়ে অস্ট্রেলিয়ার দ্রুততম হাফ সেঞ্চুরি করেন ডেভিড। মিচেল ওয়েনকে নিয়ে পঞ্চম উইকেটে অস্ট্রেলিয়ার আগের ৯৭ রানের জুটির রেকর্ড ভাঙেন ডানহাতি ব্যাটার। ওই রেকর্ডেও ডেভিড ছিলেন, তার সঙ্গী ছিলেন মিচেল মার্শ। ১৭তম ওভারের প্রথম বলে ডেভিড চার মেরে সেঞ্চুরিও করেন, দলকেও জেতান। জশ ইংলিসের ৪৩ বলের সেঞ্চুরিকে পেছনে ফেলেছেন তিনি। ৩৭ বলে ৬ চার ও ১১ ছয়ে সাজানো ছিল তার ১০২ রানের ইনিংস। ২৮২ টি-টোয়েন্টি খেলার পর প্রথম সেঞ্চুরির দেখা পেলেন এই ডানহাতি ব্যাটার। ওয়েন ও ডেভিড মিলে ১২৮ রানের জুটি গড়েন। ১৬ বলে ২ চার ও ৩ ছয়ে ৩৬ রানে অপরাজিত ছিলেন ওয়েন।
মন্তব্য করুন