ভিডিও রবিবার, ২৭ জুলাই ২০২৫

গাজায় ইসরাইলি হামলা ও অনাহারে ২৪ ঘণ্টায় নিহত ৭১

গাজায় ইসরাইলি হামলা ও অনাহারে ২৪ ঘণ্টায় নিহত ৭১, ছবি: সংগৃহীত।

আন্তর্জাতিক ডেস্ক : ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় ইসরাইলি বাহিনীর হামলায় গত ২৪ ঘণ্টায় আরও ৭১ জন প্রাণ হারিয়েছেন। যাদের  মধ্যে ৪২ জনই ত্রাণ নিতে গিয়ে প্রাণ হারান। এছাড়া ইসরাইলি অবরোধের কারণে অনাহারে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। রোববার (২৭ জুলাই) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা।

শনিবার চিকিৎসা সূত্রগুলো আল জাজিরাকে জানায়, শনিবার একদিনেই গাজাজুড়ে ইসরাইলি হামলায় অন্তত ৭১ জন নিহত হয়েছেন, যাদের মধ্যে ৪২ জনই ছিলেন ত্রাণ সহায়তা পেতে মরিয়া মানুষ। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় আরও জানায়, ইসরাইলি অবরোধের কারণে ক্ষুধায় আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। যুদ্ধ শুরুর পর থেকে অপুষ্টিজনিত কারণে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১২৭ জনে, যাদের মধ্যে ৮৫ জনই শিশু।

এই মানবিক বিপর্যয় ঘিরে বিশ্বব্যাপী তীব্র নিন্দার মুখে ইসরাইল শনিবার রাতে ঘোষণা দেয়, রোববার থেকে তারা বেসামরিক এলাকাগুলো এবং ত্রাণ সরবরাহের করিডোরে ‘সাময়িক হামলা বিরতি’ দেবে। তবে ইসরাইলের পররাষ্ট্র মন্ত্রণালয় স্পষ্ট করে বলেনি, কোন কোন এলাকায় এই বিরতি কার্যকর হবে।

আরও পড়ুন

ইসরাইল বরাবরের মতোই জাতিসংঘকে ত্রাণ বিতরণে ব্যর্থতার জন্য দায়ী করেছে। তবে জাতিসংঘ এবং একাধিক আন্তর্জাতিক মানবাধিকার ও সাহায্য সংস্থা এই অভিযোগকে ভিত্তিহীন বলে প্রত্যাখ্যান করেছে। তাদের দাবি, ইসরাইলই যথাযথ অনুমতি না দেওয়ায় তারা নিরাপদে ত্রাণ পৌঁছাতে পারছে না। 

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

লেবাননে ইসরায়েলি হামলায় নিহত ৩

মুন্সীগঞ্জ কারাগারে অসুস্থ হয়ে আওয়ামী লীগ নেতার মৃত্যু

বগুড়া সান্তাহারে ট্রেনে কাটা পড়ে মোটরসাইকেল আরোহী নিহত

ফেসবুক আইডি ভেরিফাইডের ব্যাপারে যা জানালেন শাবনূর

সৌদি আরবে আয়োজিত হচ্ছে বিশ্বের সবচেয়ে বড় কমেডি উৎসব!

গার্দিওলা-জাভির ভারতের কোচ হওয়ার আবেদন ভুয়া