ভিডিও সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫

মুন্সীগঞ্জ কারাগারে অসুস্থ হয়ে আওয়ামী লীগ নেতার মৃত্যু

মুন্সীগঞ্জ কারাগারে অসুস্থ হয়ে আওয়ামী লীগ নেতার মৃত্যু

মুন্সীগঞ্জ সদর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক সারোয়ার হোসেন নান্নু (৬০) কারাবন্দি অবস্থায় মারা গেছেন।

আজ বোরবার (২৭ জুলাই) ভোরে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মৃত্যুবরণ করেন।  

মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. আতাউর রহমান বলেন, ভোর ৪টার সামান্য আগে তাকে হাসপাতালে আনা হয়। তার হার্ট অ্যাটাক হয়েছিল। হাসপাতালে আসার ৫/৭ মিনিটের মধ্যেই তার মৃত্যু হয়। জীবন-মৃত্যুর সন্ধিক্ষণ অবস্থায় আমরা সর্বোচ্চ চেষ্টা করেছি।

মুন্সীগঞ্জ কারা কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, রাজনৈতিক মামলায় গ্রেপ্তারের পর গত ৫ মে থেকে সারোয়ার হোসেন নান্নু মুন্সীগঞ্জ কারাগারে বন্দি ছিলেন। 

নান্নুর তিন কন্যা রয়েছেন, দুজন রাজধানী ঢাকায় এবং একজন যুক্তরাজ্যে বসবাস করেন।

আরও পড়ুন

মুন্সীগঞ্জ জেলা কারাগারের জেল সুপার মুহাম্মদ এনায়েত উল্ল্যাহ বলেন, বুকের ব্যাথার কারণে রোববার ভোর রাত সাড়ে ৩টায় তাকে জেলখানা থেকে হাসাপাতালে নিলে ৪টার দিকে তিনি মারা যান। তবে হাসপাতালে তাকে ভর্তি দেখানো হয়নি। তিনি আরও বলেন, মরদেহ ময়নাতদন্ত করে স্বজনদের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

সারোয়ার হোসেন নান্নু মুন্সীগঞ্জ-৩ আসনের সাবেক সাংসদ মোহাম্মদ ফয়সাল বিপ্লবের ফুফাতো ভাই। গ্রেপ্তারের পর ফয়সাল বিপ্লবও কিছু দিন এই কারাগারে ছিলেন। এখন তাকে ঢাকার কেন্দ্রীয় কারাগারে রাখা হয়েছে।

মুন্সীগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম সাইফুল আলম বলেন, বন্দি অবস্থায় মারা যাওয়া সারোয়ার হোসেন নান্নুর বিরুদ্ধে গত বছরের ৪ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের সহিংসতার ঘটনায় একটি হত্যা মামলা রয়েছে। এই মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছিল।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজশাহীতে দুলাভাইয়ের ছুরিকাঘাতে শ্যালক খুন

টাকা ফেরত না দিয়েই চাকরি থেকে অব্যাহতি নিলেন এক ক্বারি শিক্ষক, শর্ত না মেনে চাকরি

বগুড়ায় এবার দেড়শ’ কোটি টাকার আগাম শীতকালিন সবজি চাষের লক্ষ্য

রাকসু নির্বাচনে মোট প্রার্থী ৩০৬ জন : চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ ব্যালট নম্বর পেল প্রার্থীরা

বগুড়ার সোনাতলায় গোসাইবাড়ী-হাট করমজা সড়কের বেহাল দশা

যেকোন ইস্যুতে ছাত্রশিবির শিক্ষার্থীদের স্বার্থকে প্রাধান্য দেবে : এজিএস মহিউদ্দীন খান