বগুড়ার সোনাতলায় গোসাইবাড়ী-হাট করমজা সড়কের বেহাল দশা

সোনাতলা (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার সোনাতলার গোসাইবাড়ী-হাট করমজা সড়কের বেহাল দশা হয়েছে। মাত্র দুই কিলোমিটর সড়কের দুইটি স্থানে ধসে যাওয়ায় সকল যান চলাচল বন্ধ হওয়ার উপক্রম হয়েছে। অতিরিক্ত বর্ষণে স্থান দু’টিতে গর্তের সৃষ্টি হয়েছে। দ্রুত সময়ের মধ্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ পদক্ষেপ না নিলে ২/১ দিনের মধ্যে ওই সড়কে যান চলাচল বন্ধ হওয়ার আশঙ্কা করা হচ্ছে।
বগুড়ার সোনাতলা-গাবতলী সড়কের চরপাড়া বাসস্ট্যান্ড থেকে গোসাইবাড়ী ভায়া ঠাকুরপাড়া হয়ে হাটকরমজা সড়কের দূরত্ব মাত্র দুই কিলোমিটার। ওই দুই কিলোমিটার সড়কটি এখন মরণফাঁদে পরিণত হয়েছে। সড়কটির দুই পাশে রয়েছে অসংখ্য বাড়িঘর। এছাড়াও সড়কের চেয়ে বসতবাড়িগুলো উঁচুতে অবস্থান করায় বৃষ্টি এলেই বৃষ্টির পানি ওই সড়কের ওপর দিয়ে প্রবাহিত হয়।
ফলে সড়কটির অসংখ্য স্থানে দেবে গিয়ে ফাঁটল ধরেছে। এছাড়াও ওই সড়কের বুড়োমেলায় সুখদহ নদীর ওপর ব্রিজের উত্তর পাশের সড়কের এপ্রোচ ভেঙে গেছে। এছাড়াও ঠাকুরপাড়া জামে মসজিদসংলগ্ন সড়কটির পুরোপুরি ভেঙে গেছে। এতে করে যান চলাচল বন্ধ হওয়ার উপক্রম হয়েছে।
এ বিষয়ে ঠাকুরপাড়া গ্রামের মোকারম হোসেন মাস্টার, মাছুদুর রহমান ভুট্টা, শহীদ মিয়া বলেন, বিগত সরকারের শাসনামলে সড়কটি কার্পেটিং হলেও নিম্নমানের কাজ হওয়ায় খুব অল্প সময়ের মধ্যে সড়কটি নষ্ট হয়ে যাচ্ছে। জনগুরুত্বপূর্ণ এই সড়ক দিয়ে সোনাতলা ও সারিয়াকান্দি উপজেলার ৮টি ইউনিয়নের প্রায় তিন লাখ মানুষ প্রতিনিয়ত যাতায়াত করেন।
আরও পড়ুনএছাড়াও ওই এলাকার ৮/১০টি শিক্ষাপ্রতিষ্ঠানের হাজার হাজার শিক্ষার্থীরা প্রতিনিয়ত হেঁটে কিংবা অটোভ্যান ও সাইকেলযোগে যাতায়াত করেন। কৃষক তাদের উৎপাদিত কৃষিপণ্য পার্শ্ববর্তী হাটকরমজা ও সৈয়দ আহমেদ কলেজ হাটসহ জেলা সদরে বেচাবিক্রির জন্য নিয়ে যান। ওই সড়কের যান চলাচল বন্ধ হলে পুরো এলাকার মানুষ ও শিক্ষার্থীরা ভোগান্তিতে পড়বেন।
এবিষয়ে উপজেলা প্রকৌশলী আতিকুর রহমান তালুকদার বলেন, এলজিইডি কর্তৃপক্ষ সড়কটি সংস্কারে টেন্ডারের মাধ্যমে ঠিকাদার নিযুক্ত করেছে। বর্ষা ও বন্যা পরবর্তী সড়কটি প্রায় এক কোটি টাকা ব্যয়ে সংস্কার করা হবে। সাময়িক অসুবিধা ও ভোগান্তির জন্য স্থানীয় ব্যক্তিরা দায়ী বলে তিনি মনে করেন।
কারণ হিসেবে তিনি জানান, ওই সড়কের দু’পাশে রয়েছে অসংখ্য বসতবাড়ি। সড়কের তুলনায় বসতবাড়িগুলো উঁচুতে অবস্থান করায় বৃষ্টির পানি সড়কের ওপর দিয়ে প্রবাহিত হয়ে সড়ক নষ্ট হয়েছে।
মন্তব্য করুন