ভিডিও সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫

৪ দফা দাবি

সোহরাওয়ার্দীতে হেফাজতে ইসলামের মহাসমাবেশ শুরু

সোহরাওয়ার্দীতে হেফাজতে ইসলামের মহাসমাবেশ শুরু

চার দফা দাবিতে শুরু হয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসমাবেশ।

আজ শনিবার (৩ মে) সকাল ৯টায় রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে এ মহাসমাবেশ শুরু হয়, যা দুপুর ১টা পর্যন্ত চলবে।

সমাবেশে দেশের বিভিন্ন প্রান্ত থেকে হাজারো মানুষ যোগ দিয়েছেন। হেফাজতের পক্ষ থেকে জানানো হয়, সমাবেশে অংশ নিতে ঢাকা, চট্টগ্রামসহ সব জেলা ও উপজেলা থেকে বিপুলসংখ্যক জনতা সমবেত হয়েছেন, যার মধ্যে চট্টগ্রাম থেকেই এসেছে প্রায় অর্ধলক্ষ কর্মী-সমর্থক।

আরও পড়ুন

সমাবেশে সংগঠনের নেতারা একে একে বক্তব্য দিচ্ছেন। তারা নারীবিষয়ক সংস্কার কমিশনের প্রতিবেদনকে কোরআন ও সুন্নাহবিরোধী আখ্যা দিয়ে কমিশন বাতিলের দাবি জানান। একই সঙ্গে তারা সংবিধানে আল্লাহর ওপর পূর্ণ আস্থা ও বিশ্বাস পুনঃপ্রতিষ্ঠা, আওয়ামী সরকারের সময়ে দায়ের করা সব মিথ্যা মামলা প্রত্যাহার, ২০১৩ সালের ৫ মে শাপলা চত্বরে সংঘটিত হত্যাকাণ্ডসহ সব হত্যার বিচার এবং ফিলিস্তিন ও ভারতের মুসলমানদের ওপর নিপীড়ন বন্ধের আহ্বান জানান।

এর আগে শুক্রবার (২ মে) হেফাজতের আমির আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরী ও মহাসচিব আল্লামা সাজেদুর রহমান এক বিবৃতিতে বলেন, গত জুলাইয়ের গণ-অভ্যুত্থানে বহু নারী মৃত্যুভয় উপেক্ষা করে রাজপথে নেমেছিলেন। তারা রাষ্ট্র সংস্কারে অংশগ্রহণের অধিকার রাখেন। কিন্তু কিছু নারীবাদী, যাঁদের মানসিকতা ঔপনিবেশিক ও পশ্চিমা প্রভাবাধীন, সেই কমিশনের দখল নিয়ে ইসলামের বিরোধী একটি প্রতিবেদন তৈরি করেছেন। তারা ধর্মপ্রাণ নারীদের শত্রু। উক্ত প্রতিবেদন যৌনকর্মীদের ‘শ্রমিক’ হিসেবে স্বীকৃতি দেওয়ার প্রস্তাব দিয়ে নারীর মর্যাদা ক্ষুণ্ন করেছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজশাহীতে দুলাভাইয়ের ছুরিকাঘাতে শ্যালক খুন

টাকা ফেরত না দিয়েই চাকরি থেকে অব্যাহতি নিলেন এক ক্বারি শিক্ষক, শর্ত না মেনে চাকরি

বগুড়ায় এবার দেড়শ’ কোটি টাকার আগাম শীতকালিন সবজি চাষের লক্ষ্য

রাকসু নির্বাচনে মোট প্রার্থী ৩০৬ জন : চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ ব্যালট নম্বর পেল প্রার্থীরা

বগুড়ার সোনাতলায় গোসাইবাড়ী-হাট করমজা সড়কের বেহাল দশা

যেকোন ইস্যুতে ছাত্রশিবির শিক্ষার্থীদের স্বার্থকে প্রাধান্য দেবে : এজিএস মহিউদ্দীন খান