ভিডিও রবিবার, ২৭ জুলাই ২০২৫

কারারক্ষীই যখন অপরাধী!

কারারক্ষীই যখন অপরাধী!

গোপালগঞ্জ জেলা কারাগার থেকে হাতকড়াসহ বিভিন্ন সরঞ্জাম চুরির অভিযোগে আরিফ চৌধুরী (২৮) নামে এক কারারক্ষীর বিরুদ্ধে মামলা হয়েছে।

গতকাল শনিবার (২৬ জুলাই) রাতে জেলা কারাগারের সহকারী জেলার সুমি ঘোষ বাদী হয়ে গোপালগঞ্জ সদর থানায় এই চুরির মামলা করেন। 

শনিবার রাতে জেলা শহরের ইসলামপাড়ার ভাড়া বাসা থেকে আরিফকে আটকের সময় আট জোড়া হাতকড়া, কারারক্ষীদের ছয় জোড়া কাঁধের ব্যাজ, আটটি মনোগ্রাম, শীতের জ্যাকেটসহ ১০ ধরনের সরঞ্জাম উদ্ধার করা হয়। আরিফ চৌধুরী টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার গাড়াবাড়ি গ্রামের স্বপন চৌধুরীর ছেলে। রোববার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

আরও পড়ুন

মামলার বিবরণ থেকে জানা গেছে, ১৬ জুলাই ভোররাতে গোপালগঞ্জ জেলা কারাগারের কারারক্ষী আরিফ চৌধুরী কারাগারের ওই সব সরঞ্জাম চুরি করেন। সিসিটিভি ফুটেজ পর্যবেক্ষণ করে কারাগার কর্তৃপক্ষ চুরির বিষয়টি নিশ্চিত হয়। পরে তারা গোপালগঞ্জ সদর থানার পুলিশকে অবহিত করে। পরে শনিবার সন্ধ্যায় আরিফের বাসা থেকে এসব সরঞ্জামসহ তাকে আটক করা হয়।

বিষয়টি নিশ্চিত করে মামলার তদন্ত কর্মকর্তা ও গোপালগঞ্জ সদর থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) নয়ন কুমার সাহা বলেন, কারারক্ষী আরিফকে আসামি করে কারা কর্তৃপক্ষ গোপালগঞ্জ থানায় চুরির মামলা করেছে। জিজ্ঞাসাবাদে ওই কারারক্ষী সরঞ্জাম চুরির কথা স্বীকার করেছেন। দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ার ছাতিয়ানগ্রামে গরু চুরির পর জবাই করে মাংস নিয়ে গেল চোরচক্র

ভিভো ওয়াই৪০০-এর প্রোডাক্ট অ্যাম্বাসেডর হলেন ইমরানুর রহমান

আদালত চত্বরে হাতুড়ি দিয়ে সাক্ষীর কপাল ফাটিয়ে দিলেন আসামিরা

মসজিদ ও আরবি ভাষা ইনস্টিটিউট নির্মাণে ২০ মিলিয়ন ডলার বরাদ্দ সৌদির

দিনাজপুরের বিরামপুরে ১২ মামলার আসামি ডাকাত কামাল গ্রেফতার

সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামো নির্ধারণে কমিশন গঠন