ভিডিও রবিবার, ২৭ জুলাই ২০২৫

বগুড়ার শেরপুরে শিবির নেতার বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি, সোনার গহনাসহ ২০ লাখ টাকার মালামাল লুট

বগুড়ার শেরপুরে শিবির নেতার বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি, সোনার গহনাসহ ২০ লাখ টাকার মালামাল লুট

শেরপুর (বগুড়া) প্রতিনিধি : শেরপুরে ইসলামী ছাত্রশিবিরের দক্ষিণ থানা শাখার সভাপতি ও উপজেলার ভবানীপুর ইউনিয়নের আমীনপুর গ্রামের ইউসুফ আলীর ছেলে তানজিল সরকারের গ্রামের বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে।

এ সময় ডাকাতদল সবাইকে অচেতন করে ১২ ভরি সোনার গহনা, ৩ লাখ টাকাসহ প্রায় ২০ লাখ টাকার মালমাল লুট করে নিয়ে গেছে। গতকাল শনিবার দিবাগত রাতে সংঘবদ্ধ ডাকাতদল শিবির নেতার আমিনপুর গ্রামের বাড়িতে হানা দেয়।

এ ঘটনায় তানজিল সরকারের বাবা অসুস্থ ইউসুফ আলী (৪৫) ও মা শাপলা বেগম (৩৮) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। এলাকাবাসি সূত্রে জানা যায়, জানালার গ্রীল কেটে ডাকাতদল ঘরে ঢুকে পরিবারের সবাইকে অচেতন করে ফেলে।

পরে ঘরের বিভিন্ন কক্ষ তছনছ করে সোনার গহনা, টাকা, মোবাইল ফোন, গুরুত্বপূর্ণ জমির দলিল ও ব্যাংকের চেকসহ প্রায় ২০ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়। ভুক্তভোগী তানজিল সরকার বলেন, রাতে ঘুমানোর পর কিভাবে অচেতন হলাম কিছুই মনে নেই। জ্ঞান ফেরার পর দেখি ঘরের সবকিছু এলোমেলো, সব কিছু নিয়ে গেছে।

আরও পড়ুন

ইউসুফ আলী জানান, প্রতিদিনের মতো রাতের খাবার খেয়ে আমরা ঘুমিয়ে পড়ি। সকালে অনেক বেলা পর্যন্ত ঘুম না ভাঙ্গলে প্রতিবেশিরা ডাকাডাকি করলে আমরা জেগে উঠি ও শরীরে অস্বস্তি অনুভব করি। এ সময় ঘরের ভেতর আসবাবপত্র এলোমেলো অবস্থায় পড়ে থাকতে দেখি, সংঘবদ্ধ ডাকাতদল আলমারিতে রাখা আমার স্ত্রীর ৪ ভরি, মেয়ের ৮ ভরি সোনার গহনা, ৩ লাখ টাকা এবং ৫টি মোবাইল ফোন চুরি করে নিয়ে গেছে। 
উপজেলা জামায়াতের সেক্রেটারী আব্দুল্লাহ আল মোস্তাফিধ নাছিম জানান, কয়েকদিন পূর্বে জামায়াতের সহকারী সেক্রেটারীর বাসায় ডাকাতির ঘটনা ঘটেছিল। গতকাল শনিবার ইসলামী ছাত্রশিবিরের সভাপতির বাসায় ডাকাতি হয়েছে। তিনি অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

স্থানীয়দের অভিযোগ, সম্প্রতি এলাকায় চুরি ও ডাকাতির ঘটনা বেড়েই চলেছে। তারা দ্রুত অপরাধীদের গ্রেফতার ও বিচারের দাবি জানিয়েছেন। শেরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) এসএম মঈনুদ্দীন বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ডাকাতির রহস্য উদঘাটনে আমরা কাজ করছি। খুব শিগগিরই দুষ্কৃতকারীদের শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আসিয়ানের সদস্যপদ পেতে মালয়েশিয়ার সমর্থন চাইলেন প্রধান উপদেষ্টা

যদি অস্ত্র হ্যান্ডেল করতেই না পারেন, তাহলে আনলেন কেন? বাবরকে নাসির উদ্দিন পাটোয়ারী প্রশ্ন

অস্থির চালের বাজারে বিপাকে নিম্ন আয়ের মানুষ

বগুড়ার ছাতিয়ানগ্রামে গরু চুরির পর জবাই করে মাংস নিয়ে গেল চোরচক্র

ভিভো ওয়াই৪০০-এর প্রোডাক্ট অ্যাম্বাসেডর হলেন ইমরানুর রহমান

আদালত চত্বরে হাতুড়ি দিয়ে সাক্ষীর কপাল ফাটিয়ে দিলেন আসামিরা