বগুড়ার সোনাতলায় দিন দুপুরে মোটরসাইকেল চুরি

সোনাতলা (বগুড়া) প্রতিনিধি : সোনাতলা উপজেলার পল্লীতে গতকাল শনিবার সন্ধ্যায় পল্লী বিদ্যুৎ সমিতির ইলেক্ট্রিশিয়ান আব্দুল গফুরের মোটর সাইকেল চুরি হয়েছে। এ বিষয়ে থানায় সাধারণ ডায়েরী করা হয়েছে।
ঘটনাটি ঘটেছে উপজেলার জোড়গাছা ইউনিয়নের ঠাকুরপাড়া গ্রামে। ওই গ্রামের আজিজার রহমান আয়েজ্জলের ছেলে ইলেক্ট্রিশিয়ান আব্দুল গফুর তার বাড়ির সামনে হাটকরমজা-চরপাড়া সড়কের পাশে সাদেকুল ইসলাম ছফুর বাড়ির উঠানে মোটর সাইকেল রেখে বাড়িতে যায়।
আরও পড়ুননিমিষেই গাড়িটি দুর্বৃত্তরা চুরি করে নিয়ে যায়। এ বিষয়ে থানায় অভিযোগ করা হয়েছে। সোনাতলা থানার ওসি মিলাদুন্নবী ঘটনার সত্যতা স্বীকার করেন।
মন্তব্য করুন