ভিডিও সোমবার, ২৮ জুলাই ২০২৫

বগুড়া নন্দীগ্রামে সংবাদিকদের সাথে জামায়াত মনোনীত এমপি প্রার্থীর মতবিনিময় সভা

বগুড়া নন্দীগ্রামে সংবাদিকদের সাথে জামায়াত মনোনীত এমপি প্রার্থীর মতবিনিময় সভা

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি : নন্দীগ্রামে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনে জামায়াত মনোনীত এমপি প্রার্থী ড. মোস্তফা ফয়সাল পারভেজ। আজ রোববার (২৭ জুলাই) বিকেলে উপজেলা জামায়াতের কার্যালয়ে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন তিনি।

এসময় তিনি বলেন, কাহালু-নন্দীগ্রাম উপজেলাবাসীর সুখে-দুঃখে পাশে থাকার জন্য জামায়াতে ইসলামী আমাকে বগুড়া-৪ আসনে মনোনয়ন দিয়েছে। এরপর আমি দাঁড়িপাল্লা প্রতীকে ভোট চেয়ে গণসংযোগ শুরু করেছি। আমরা মুক্ত গণমাধ্যমে বিশ্বাসী। গণমাধ্যমকর্মীরা স্বাধীন ভাবে সাংবাদিকতা করুন।

উপজেলা জামায়াতের আমীর আব্দুর রহমানের সভাপতিত্বে অন্যান্যেরর মধ্যে বক্তব্য রাখেন, বগুড়া জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মঞ্জুরুল ইসলাম রাজু, উপজেলা জামায়াতের সেক্রেটারী গোলাম রাব্বানী, উপজেলা জামায়াতের সাবেক আমির ও উপজেলা পরিষদের সাবেক চেযারম্যান নুরুল ইসলাম মন্ডল, উপজেলা সাবেক নায়েবে আমীর ও সাবেক ইউপি চেয়ারম্যান আনোয়ারুল হক, পৌর জামায়াতের সভাপতি জাহিদুল ইসলাম, সেক্রেটারি আব্দুল আলিম, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি বোরহান উদ্দিন, পৌর যুব জামায়াতের সভাপতি রাকিবুল হাসান রাকিব, উপজেলা ছাত্র শিবিরের সাবেক সভাপতি আব্দুল কাদের সিদ্দিক, উপজেলা ছাত্র শিবিরের সভাপতি আমিরুল ইসলাম মোমিন, সেক্রেটারি মুনিরুল ইসলাম মুনির ও প্রত্যাশা ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান নাজমুস সাকিব প্রমুখ।

আরও পড়ুন

এসময় নন্দীগ্রাম প্রেস ক্লাবের সভাপতি নাজমুল হুদা, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনির, উপজেলা প্রেস ক্লাবের সভাপতি ফজলুর রহমান, সাধারণ সম্পাদক আখতারুজ্জামান দুলাল, মডেল প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক জাকারিয়া লিটন, যুগ্ম সম্পাদক আব্দুর রউফ উজ্জলসহ বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাবা জসীমের কবরেই সমাহিত হবেন ছেলে রাতুল

ঢাকায় ৩ ঘন্টায় ৯ মিলিমিটার বৃষ্টি, থাকবে সোমবারও

বিদেশি মেডিকেল টিমের প্রতি প্রধান উপদেষ্টার কৃতজ্ঞতা প্রকাশ

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেফতার

ঠাকুরগাঁওয়ের হরিপুরে সাপেড় ছোবলে গৃহবধূর মৃত্যু

ঠাকুরগাঁওয়ে ৮শ’ পিস ট্যাপেন্টাডলস ১ গ্রেফতার