খাগড়াছড়িতে অনূর্ধ্ব-১৪ মহিলা ফুটবল দল গঠন

স্পোর্টস ডেস্কঃ খাগড়াছড়ি জেলার ক্রীড়াঙ্গনে নারীদের অংশগ্রহণ বাড়াতে এবং সম্ভাবনাময় প্রতিভাগুলোকে ফুটিয়ে তুলতে খাগড়াছড়ি রিজিয়নের সার্বিক তত্ত্বাবধানে গঠন করা হয়েছে অনূর্ধ্ব-১৪ নারী ফুটবল দল। এই উদ্যোগ স্থানীয় তরুণীদের খেলাধুলার প্রতি আগ্রহ বাড়িয়েছে, তারা এখন জাতীয় পর্যায়ে প্রতিনিধিত্ব করার স্বপ্ন দেখছে।
এই নারী ফুটবল দলকে এগিয়ে নিতে পাশে দাঁড়িয়েছে খাগড়াছড়ি রিজিয়ন, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ ও স্থানীয় বিশিষ্ট ব্যবসায়ীরা। তাদের আর্থিক সহায়তা হিসেবে রবিবার খাগড়াছড়ি স্টেডিয়ামে চেক হস্তান্তর করা হয়। এ সময় উপস্থিত ছিলেন খাগড়াছড়ি সেনা জোনের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল খাদেমুল ইসলাম, খাগড়াছড়ি জেলা প্রশাসক এবিএম ইফতেখারুল ইসলাম খন্দকার, সদর রিজিয়নের জিটু আই মেজর কাজী মোস্তফা আরেফিনসহ নারী ফুটবল দলের নেতৃবৃন্দ।
ফুটবলারদের শারীরিক সক্ষমতা, মানসিক দৃঢ়তা এবং খেলোয়াড়সুলভ শৃঙ্খলা গঠনে নিয়মিত প্রশিক্ষণের ব্যবস্থা করছে খাগড়াছড়ি রিজিয়ন। তাদের থাকা-খাওয়া এবং অন্যান্য প্রয়োজনীয় সুবিধা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।
আরও পড়ুনএই মহৎ প্রয়াস শুধু ক্রীড়া উন্নয়ন নয়, বরং পাহাড়ি ও বাঙালি জনগোষ্ঠীর মধ্যে সম্প্রীতির বন্ধনও আরও সুদৃঢ় করবে। সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন, একদিন এই দল জাতীয় পর্যায়েও শক্ত অবস্থান গড়ে তুলবে এবং দেশের জন্য গৌরব বয়ে আনবে।
মন্তব্য করুন