ভিডিও মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫

যশোরে অবৈধভাবে নকল লোগো লাগিয়ে গ্যাস সিলিন্ডার রিফিল, জরিমানা ২ লাখ টাকা

যশোরে অবৈধভাবে নকল লোগো লাগিয়ে গ্যাস সিলিন্ডার রিফিল, জরিমানা ২ লাখ টাকা

বিভিন্ন কম্পানির নকল লোগো লাগিয়ে অবৈধভাবে সিলিন্ডার রিফিল করে এলপিজি বিক্রি করায় যশোরের করিম পেট্রোলিয়ামকে দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে।

আজ সোমবার (২৮ জুলাই) দুপুর ১২টার দিকে যশোর শহরের কারবালা রোডে করিম পেট্রোলিয়ামের বাড়ি সংলগ্ন গোডাউনে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের একটি টিম অভিযান চালিয়ে এ জরিমানা করেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, করিম গ্রুপের পরিচালক এরশাদুল করিমের ছেলে ইসরাক করিম তার বাসার ভেতরের গোডাউনে এই অবৈধ কর্মকাণ্ড পরিচালনা করে আসছেন। তিনি গাড়িতে ব্যবহৃত তরল পেট্রোলিয়াম বাড়িতে ব্যবহারের জন্যে সিলিন্ডারে রিফিল করেন। এরপর নাভানা, বসুন্ধরা, বেঙ্গল-দুবাই প্রভৃতি কম্পানির নকল লোগো সিলিন্ডারে লাগিয়ে সেগুলো বিক্রি করে আসছেন। বিষয়টি অবহিত হওয়ার পর আজ সেখানে ভোক্তা অধিকারের পক্ষে অভিযান পরিচালনা করা হয়।

যশোরে নাভানার পরিবেশক আরমান আলী টুটুল অভিযানকালে উপস্থিত ছিলেন। তিনি সাংবাদিকদের জানিয়েছেন, গাড়িতে ব্যবহৃত এলপিজি খুবই তরল ও দাহ্য, অপরদিকে সিলিন্ডারে ব্যবহার করা এলপিজি তুলনামূলক ভারী। যারা বাসাবাড়িতে সিলিন্ডার ব্যবহার করেন তারা এই দুই এলপিজির কম্বিনেশন বুঝবেন না। তাছাড়া, বাজারে নাভানার ৩৩ কেজির সিলিন্ডারের সরবরাহ না থাকলেও গ্রাহকরা সেটি ব্যবহার করছেন দেখে আমাদের সন্দেহ হয়। পরে খোঁজ নিয়ে জানা যায়, করিম গ্রুপের অন্যতম পরিচালকের ছেলে ইসরাক করিম তার বাসার গোডাউনে এই অপকর্ম করছেন।

আরও পড়ুন

এ বিষয়ে জানতে চাইলে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সেলিমুজ্জামান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আমরা ঘটনার সত্যতা পেয়েছি। আমরা সেখানে এমন ১৮টি সিলিন্ডার পেয়েছি। ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ সালের ৫০ ধারায় করিম পেট্রোলিয়ামের ইসরাক করিমকে দুই লাখ টাকা জরিমানা ও তা আদায় করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চলতি জুলাই মাসেও চালু হচ্ছে না জবি'র ফুডকোর্ট

জয়পুরহাটের আক্কেলপুরে যুবক ছুরিকাহত ২ জন গ্রেফতার

বগুড়ার শেরপুরে সাবেক কাউন্সিলর ও পৌর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক শুভ গ্রেফতার

বগুড়া শজিমেক হাসপাতালে বিশ্ব হেপাটাইটিস দিবস পালন

বগুড়ার সারিয়াকান্দিতে দুটি দই ঘরের ২০ হাজার টাকা জরিমানা

দিনাজপুরের ঘোড়াঘাটে অগ্নিকাণ্ডে ৫টি দোকান পুড়ে গেছে